ইবি প্রতিনিধি : [২] সোমবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে 'স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে' এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
[৩] এসময় শিক্ষার্থীরা বলেন, সারাদেশে সবকিছুই যখন স্বাভাবিকভাবে চলছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন খোলা হচ্ছে না? করোনা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে? অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানান তারা। তাদের দাবি মেনে না নেওয়া হলে অচিরেই কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি প্রদান করেছেন শিক্ষার্থীরা। সম্পাদনা: জেরিন আহমেদ