শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৩:০০ রাত
আপডেট : ২৪ মে, ২০২১, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ পথে বিমান থামিয়ে সাংবাদিককে গ্রেপ্তার করল বেলারুশ

আখিরুজ্জামান সোহান: রায়ানএয়ারের একটি ফ্লাইট গ্রিস থেকে লিথুয়ানিয়া যাওয়ার পথে বেলারুশের রাজধানী মিনস্কে নামিয়ে সরকার সমালোচক একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গ্রেফতার রোমান প্রোটাসেভিস বেলারুশের বিরোধী দলের চ্যানেল নেক্সটার সাবেক সম্পাদক।  বিবিসি

ঘটনাটির পর তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক রোমান প্রোটাসেভিসের মুক্তির দাবি করেছেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নওসেদা। তবে বেলারুশের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে, বোমা আতঙ্কের কারণে বিমানটিকে অবতরণ করানো হয়।

এদিকে রায়ানএয়ার এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেলারুশের এয়ার ট্রাফিক কন্ট্রোল বোর্ড থেকে ফ্লাইটটির ক্রুদের একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে অবহিত করে মিনস্কের নিকটতম বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল।’

গত বছর বেলারুশের বিতর্কিত ও কারচুপির নির্বাচনে জয় নিয়ে আবারও দেশটির ক্ষমতায় আসা প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রতিদ্বন্দ্বী বিরোধীনেতা ভেতলানা তিখানোভস্কাও সাংবাদিক গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়ে প্রোটাসেভিসের মুক্তি দাবি করেছেন।

১৯৯৪ সাল থেকে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। গত বছরের আগস্টের নির্বাচনে ব্যাপক জালিয়াতির মাধ্যমে তিনি পুনরায় ক্ষমতা দখলে রাখেন। আর নির্বাচনের পর থেকে অনেক বিরোধী গ্রেফতার হয়েছেন নয়তো ভেতলানা তিখানোভস্কার মতো নির্বাসিত হয়েছেন।

এভাবে সাংবাদিক গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবেশী দেশ লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগারস রিনকেভিকস বলেছেন, বেলারুশ যা করেছে তার আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এর কঠোর ও কার্যকর দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

জার্মানি বেলারুশের কাছ থেকে দ্রুত এর ব্যাখা চেয়েছে। ব্রিটেনে হাউস অব কমন্সের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান টম তুজেনহাট বলেছেন ‘বিরোধী কণ্ঠকে চুপ করে রাখতে মাঝ আকাশ থেকে একটি বিমানকে নামতে বাধ্য করা গণতন্ত্রের ওপর আক্রমণ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়