শিরোনাম
◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৯:১২ রাত
আপডেট : ২৪ মে, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ

রাহুল রাজ: [২] শ্রীলঙ্কার পক্ষে শেষ ব্যাটসম্যান চামিরা আউট হবার সঙ্গে বাংলাদেশ তিনম্যাচ সিরিজে প্রথম ম্যাচে ৩৩ রানের জয় নিজেদের করে নেয়। ২৫৮ রান তাড়া করেত নেমে লঙ্কান দূর্গে প্রথম আঘাত হানে মিরাজ। সেই দেখানো পথে সাকিব, মোস্তাফিজ, সাইফুদ্দিন উইকেট পেলে চাপে পড়ে যায় লঙ্কা। মিরাজের তান্ডবে বিধস্ত শ্রীলঙ্কার জন্য শেষ ভরসা ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করা হাসারাঙ্গা। তাকে সাইফুদ্দিন নিজের দ্বিতীয় উইকেটে রূপান্তর করলে বাংলাদেশের জয় সময়ের ব্যপার হয়ে যায়। ২২৪ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। মিরাজের ৪ উইকেট।  মোস্তাফিজুর রহমান ৩। সাইফুদ্দিন ২ উইকেট তুলে নেন। ম্যাচসেরা মুশফিকুর রহিম।

[৫]এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মিরপুরে প্রথম ওয়ানডে বোরবার টসে জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ফিফটিতে ৬ উইকেটে সংগ্রহ করে ২৫৭ রান।

[৬]ইনিংসের শুরুতেই ০ রানে ওপেনার লিটন দাস, ১৫ রানে সাকিব, শূণ্য রানে মিঠুন ও ৫২ রানে তামিম আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। ৯৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ১০৮ রানের জুটি। মুশফিক ৮৪ ও রিয়াদ ৫৪ রানে আউট হলেও আফিফ ২৭ ও সাইফুদ্দিন ১৩ রানে অপরাজিত থাকেন। লঙ্কান পক্ষে ডি সিলভা ৩ টি উইকেট পতন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়