শিরোনাম
◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৯:১২ রাত
আপডেট : ২৪ মে, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ

রাহুল রাজ: [২] শ্রীলঙ্কার পক্ষে শেষ ব্যাটসম্যান চামিরা আউট হবার সঙ্গে বাংলাদেশ তিনম্যাচ সিরিজে প্রথম ম্যাচে ৩৩ রানের জয় নিজেদের করে নেয়। ২৫৮ রান তাড়া করেত নেমে লঙ্কান দূর্গে প্রথম আঘাত হানে মিরাজ। সেই দেখানো পথে সাকিব, মোস্তাফিজ, সাইফুদ্দিন উইকেট পেলে চাপে পড়ে যায় লঙ্কা। মিরাজের তান্ডবে বিধস্ত শ্রীলঙ্কার জন্য শেষ ভরসা ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করা হাসারাঙ্গা। তাকে সাইফুদ্দিন নিজের দ্বিতীয় উইকেটে রূপান্তর করলে বাংলাদেশের জয় সময়ের ব্যপার হয়ে যায়। ২২৪ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। মিরাজের ৪ উইকেট।  মোস্তাফিজুর রহমান ৩। সাইফুদ্দিন ২ উইকেট তুলে নেন। ম্যাচসেরা মুশফিকুর রহিম।

[৫]এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মিরপুরে প্রথম ওয়ানডে বোরবার টসে জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ফিফটিতে ৬ উইকেটে সংগ্রহ করে ২৫৭ রান।

[৬]ইনিংসের শুরুতেই ০ রানে ওপেনার লিটন দাস, ১৫ রানে সাকিব, শূণ্য রানে মিঠুন ও ৫২ রানে তামিম আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। ৯৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ১০৮ রানের জুটি। মুশফিক ৮৪ ও রিয়াদ ৫৪ রানে আউট হলেও আফিফ ২৭ ও সাইফুদ্দিন ১৩ রানে অপরাজিত থাকেন। লঙ্কান পক্ষে ডি সিলভা ৩ টি উইকেট পতন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়