শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৯:১২ রাত
আপডেট : ২৪ মে, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ

রাহুল রাজ: [২] শ্রীলঙ্কার পক্ষে শেষ ব্যাটসম্যান চামিরা আউট হবার সঙ্গে বাংলাদেশ তিনম্যাচ সিরিজে প্রথম ম্যাচে ৩৩ রানের জয় নিজেদের করে নেয়। ২৫৮ রান তাড়া করেত নেমে লঙ্কান দূর্গে প্রথম আঘাত হানে মিরাজ। সেই দেখানো পথে সাকিব, মোস্তাফিজ, সাইফুদ্দিন উইকেট পেলে চাপে পড়ে যায় লঙ্কা। মিরাজের তান্ডবে বিধস্ত শ্রীলঙ্কার জন্য শেষ ভরসা ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করা হাসারাঙ্গা। তাকে সাইফুদ্দিন নিজের দ্বিতীয় উইকেটে রূপান্তর করলে বাংলাদেশের জয় সময়ের ব্যপার হয়ে যায়। ২২৪ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। মিরাজের ৪ উইকেট।  মোস্তাফিজুর রহমান ৩। সাইফুদ্দিন ২ উইকেট তুলে নেন। ম্যাচসেরা মুশফিকুর রহিম।

[৫]এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মিরপুরে প্রথম ওয়ানডে বোরবার টসে জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ফিফটিতে ৬ উইকেটে সংগ্রহ করে ২৫৭ রান।

[৬]ইনিংসের শুরুতেই ০ রানে ওপেনার লিটন দাস, ১৫ রানে সাকিব, শূণ্য রানে মিঠুন ও ৫২ রানে তামিম আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। ৯৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ১০৮ রানের জুটি। মুশফিক ৮৪ ও রিয়াদ ৫৪ রানে আউট হলেও আফিফ ২৭ ও সাইফুদ্দিন ১৩ রানে অপরাজিত থাকেন। লঙ্কান পক্ষে ডি সিলভা ৩ টি উইকেট পতন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়