শিরোনাম
◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৮:০৩ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়মিত মদ্যপান করোনা প্রতিরোধ করে না

মাহামুদুল পরশ:[২] করোনা পরিস্থিতির শুরু থেকেই দেশজুরে অদ্ভুদ সব গুজবের রেশ উঠেছিলো। করোনার অতঙ্কে যখন সবাই আতঙ্কিত ঠিক তখনই কখনো থানকুনি পাতা আবার কখনো নিমপাতার রশকে করোনার মহা ঔষধ হিসেবে সামনে এসেছিলো।

[৩] তবে একদল এখনো মনে করেন নিয়মিত মদ্যপান করোনা থেকে মুক্তি দেয়। এই বিষয়ে তাদের যুক্তি এলকোহলকে করোনার জীবানুনাশক হিসেবে ব্যবহার করা হয়। যদিও এই যুক্তি মেনে নিয়েছে অনেকেই। কারণ নিত্য ব্যবহৃত হ্যান্ড স্যনিটাইজারের ৯০ শতাংশই থাকে এলকোহল।

[৪] তবে মদ্যপান করোনা মোকাবেলায় কর্যকর বলে যারা বিশ্বাস করে তাদের এই ভ্রান্ত ধারণায় পানি ঢেলে দিলো ভারতের একদল চিকিৎসাবিজ্ঞানী। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, নিয়মিত মদ্যপানে করোনা তো দূর হয়ইনা বড়ং শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় নিয়োমিত মদ্যপান। গবেষণায় বলা হয় মদ্যপান মানুষের নার্ভ সিস্টেমকে প্রভাবিত করে।

[৫] গবেষণা প্রকাশের সময় একটি বিবৃতিতে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, যারা মদ্যপান করেন তাদের ৯০ শতাংশ ধুমপান ও করেন। ধুমপান ফুসফুসের জন্য মারাক্তক ক্ষতিকর। আর করোনা প্রথমেই মানুষের ফুসফুসে আক্রমণ করে। তাই চিকিৎসকরা আহ্বান করেছেন এই ধরনের গুজবে দিকভ্রষ্ট না হতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়