শরীফ শাওন: [২] বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, করোনাকালীন যাত্রী সংকটের কারণে এই রুটে আপাতত ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। জুন মাসের শেষে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
[৩] শনিবার বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, যুক্তরাজ্যের লন্ডনে সপ্তাহে একটি ফ্লাইট বুধবার পরিচালনা করছে বিমান বাংলাদেশ। এ রুটে ফ্লাইটগুলো চলমান থাকবে।
[৪] বাংলাদেশসহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে অনির্দিষ্টকালের জন্য ভারতের কলকাতা, দিল্লি, ওমানের মাস্কাট, নেপালের কাঠমান্ডু এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবি রুটের ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।
[৫] সৌদি আরবের মদিনা, কুয়েত এবং থাইল্যান্ডের ব্যাংককের ফ্লাইট আগামী ৩১ মে পর্যন্ত বাতিল করা হয়েছে। গত বছর মার্চে করোনার প্রথম ঢেউ থেকেই এই তিন রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে।