শিরোনাম
◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

শাহ জালাল:[২] নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াবাড়ি এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে উল্টো পথে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও তিনজন। শনিবার (২২ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ির জানু মোল্লার ছেলে হুমায়ুন কবির (৪২) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন (৩২)। তারা দুইজনই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

[৪] জানা গেছে, পণ্যবাহী ট্রাকটি রহিম স্টিল মিলের সামনে ইউটার্ন থেকে উল্টো পথে মদনপুরের দিকে যাচ্ছিল। নয়াবড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে পৌঁছালে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রোগীর সঙ্গে আসা একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

[৫] কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে কুমিল্লার তিতাস থেকে ছেড়ে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় উল্টো দিক দিয়ে আসা পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীর স্বজন হুমায়ুন কবির ঘটনাস্থলে ও মদনপুর বারাকা হাসপাতালে নেওয়ার পর ফারুক হোসেন নামের আরেকজন মারা যান।

[৬] রোগীসহ আহত হন কমপক্ষে তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়