শিরোনাম
◈ বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার ◈ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই ◈ ইসিতে আপিল শুনানি: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন ◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠা‌বে না বি‌সি‌বি, সিদ্ধান্ত পাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইবিতে রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক জামিউল

ইবি প্রতিনিধি : [২] ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোটার‌্যাক্ট ক্লাবের ২০২১-২২ রোটাবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক পদে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জামিউল ইকবাল নির্বাচিত হয়েছেন।

[৩] শনিবার (২২ মে) প্রধান নির্বাচন কমিশনার ও ক্লাবের সাবেক সভাপতি রোটা. মোরশেদ হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

[৪] বিজ্ঞপ্তি সূত্রে, নির্বাচনে সভাপতি পদে রোটা. আখতার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক পদে রোটা. জামিউল ইকবালের কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তারা নির্বাচিত হন। এদিকে সারা বিশ্বের ন্যায় আগামী ১ জুলাই রাত ১২টায় তারা সংক্রিয়ভাবে স্ব স্ব পদে দায়িত্বপ্রাপ্ত হবেন। এছাড়াও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

[৫] নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে প্রধান পর্যবেক্ষক হিসেবে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন রােটার‍্যাক্ট ক্লাব ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রােটা. শহিদুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি রােটা. ইমরান নাজির ও সাবেক সহ-সভাপতি রােটা. শারমিন আক্তার।

[৬] এবছর করোনা পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্লাবের সদস্যদের অনলাইনে তফসিল ঘোষণা করে অনলাইনের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন প্রক্রিয়ায় সার্বিক সহযােগিতা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ২০২১-২২ রোটাবর্ষ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রোটা. মোরশেদ হাবিব।

[৭] প্রসঙ্গত, রোটার‌্যাক্ট ক্লাব ১৯৯২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনটি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়