শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইবিতে রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক জামিউল

ইবি প্রতিনিধি : [২] ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোটার‌্যাক্ট ক্লাবের ২০২১-২২ রোটাবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক পদে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জামিউল ইকবাল নির্বাচিত হয়েছেন।

[৩] শনিবার (২২ মে) প্রধান নির্বাচন কমিশনার ও ক্লাবের সাবেক সভাপতি রোটা. মোরশেদ হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

[৪] বিজ্ঞপ্তি সূত্রে, নির্বাচনে সভাপতি পদে রোটা. আখতার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক পদে রোটা. জামিউল ইকবালের কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তারা নির্বাচিত হন। এদিকে সারা বিশ্বের ন্যায় আগামী ১ জুলাই রাত ১২টায় তারা সংক্রিয়ভাবে স্ব স্ব পদে দায়িত্বপ্রাপ্ত হবেন। এছাড়াও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

[৫] নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে প্রধান পর্যবেক্ষক হিসেবে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন রােটার‍্যাক্ট ক্লাব ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রােটা. শহিদুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি রােটা. ইমরান নাজির ও সাবেক সহ-সভাপতি রােটা. শারমিন আক্তার।

[৬] এবছর করোনা পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্লাবের সদস্যদের অনলাইনে তফসিল ঘোষণা করে অনলাইনের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন প্রক্রিয়ায় সার্বিক সহযােগিতা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ২০২১-২২ রোটাবর্ষ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রোটা. মোরশেদ হাবিব।

[৭] প্রসঙ্গত, রোটার‌্যাক্ট ক্লাব ১৯৯২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনটি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়