শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১২:২২ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে হঠাৎ করেই প্রচন্ড ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ

হারুন-অর-রশীদ:[২] ফরিদপুরে হঠাৎ করেই প্রচন্ড ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ। সকাল গড়িয়ে দুপুর হলেই প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। সেই সাথে পশুপাখিগুলোর হাঁসফাঁস অবস্থা। তাই প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে পানির ট্যাব বা পানি দিয়ে হাত মুখ ধুয়ে শরীর ভিজিয়ে ঠান্ডা করছে মানুষ। গরমের একই অবস্থা দেখা গেল জেলার প্রাণিকূলের মধ্যেও।

[৩] ফরিদপুর আবহাওয়া অফিস বলছে, ফরিদপুরে হঠাৎ করেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় মানুষের শরীরে গরম অনুভূত বেশি হচ্ছে। এজন্য জনজীবন অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছে।

[৪] লোকমান নামের এক রিক্সা চালক বলেন, গতকাল শুক্রবার থেকে ভ্যাপসা গরমে ঠিকমত রিক্সা চালাতে পারছিনা। খুব কষ্ট হচ্ছে। আহাদ নামের এক ব্যাক্তি বলেন, ভ্যাপসা গরমে রাতে ঘুমাতে পারছিনা।

[৫] ফরিদপুরপর পদ্মা নদীর ধারে গিয়ে দেখা যায়, কাকগুলো একটু পদ্মার পানিতে ডুবিয়ে দিয়েছে শরীর। রাস্তার কুকুর গুলো অল্প পানিতে শরীর জুড়িয়ে নিচ্ছে। আর পদ্মার পাড়ের গাছের নিচে বসে অনেকে একটু জিরিয়ে নিচ্ছে। ফরিদপুর শহরের সাদীপুরের পদ্মা নদী এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

[৬] এছাড়াও গরম থেকে রক্ষা পেয়ে পদ্মার পানিতে দীর্ঘ সময় গোসল করতে দেখা গেছে মানুষকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ফরিদপুরে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরো কয়েকদিন অব্যাহত থাকবে। আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়