মাসুদ আলম: [২] বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনার জহিরুল হক বলেন, দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় আলোচনায় আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেলে খতিয়ে দেখা হবে।
[৩] তিনি আরও বলেন, এমনি বললে হবে না। জমি থাকলে কোন জায়গায়, টাকা কোন হিসাবে এ রকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আমরা খতিয়ে দেখবো। প্রত্যেক বিভাগে দুর্নীতি আছে, প্রত্যেক বিভাগে ভালো মানুষ আছে। ভালোটা নিয়েতো আলোচনা হয়না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। দুদক কাউকে কনসিডার করবে না। সম্পাদনা: বাশার নূরু