উত্তম কুমার: [২] সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম’র নিঃশর্ত মুক্তির দাবিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটার গণমাধ্যমকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচী আযোজন করে।
[৩] এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, মিজানুর রহমান বুলেট, অনন্ত মুখার্জী প্রমুখ।
[৪] বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।
[৫] এ মানববন্ধনে গণমাধ্যমকর্মী ছাড়াও কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী