আফরোজা সোমা: ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মোদ্দাকথা হচ্ছে, পাবলিক ইন্টারেস্ট। হোয়াটেভার দি ‘নথি’ ইজ, যতো ক্লাসিফায়েডই সেটা হোক না কেন, পাবলিক ইন্টারেস্ট প্রিভেইলজ।
যদি ডাকাতির খবর ও প্রমাণ সংগ্রহ করতে গিয়ে ডকুমেন্টস চুরি করতে হয়, সেটা চুরি না। সেটা পাবলিককে সাংবাদিকের সত্য জানানোর অধিকার ও পবিত্র দায়িত্ব। পৃথিবীতে ইনভেস্টিগেটিভ সাংবাদিকতার ইতিহাসে এই রকম ঘটনা ঘাটলেই পাবেন। দুঃখের বিষয়! এই দেশে ব্রিটিশ মরে ভূত হওয়ার পৌনে একশ বছর পরেও ভূতের আইন জারি আছে! ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :