কূটনৈতিক প্রতিবেদক: [২] আইওসি রিজিওনাল কমিটি ফর দ্যা সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের (আইওসিইন্ডিও) চেয়ারপারসন নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
[৩] বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, ১৭-১৯ মে এক ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
[৪] পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশিদ আলম আইওসিইন্ডিও'র চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
[৫] ২০২১ থেকে মে ২০২৩ মেয়াদে তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
[৬] বাংলাদেশ আইওসিওয়েস্টপ্যাক উপ-কমিশনের একজন সক্রিয় সদস্য এবং সম্প্রতি আইওসি উপ-কমিশনের ১৩ তম আন্তঃঅধিবেশনের আয়োজক ছিল।
[৭] আইওসিইন্ডিও ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। সদস্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য।
[৮] ভারত মহাসাগর অঞ্চলে সমুদ্রবিষয়ক জ্ঞান বিনিময়, পর্যবেক্ষণ ও টেকসই পরিষেবা নিয়ে সংগঠনটি কাজ করে।