বাশার নূরু: [২] সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয় থেকে বুধবার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
[৩] দেশে প্রথম নারী বিচারক, হাইকোর্টে বিভাগে ও আপিল বিভাগেও প্রথম নারী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। আর ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবেও নিয়োগ পাওয়া প্রথম নারী তিনি।
[৪] রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৯৫ সালের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইনের ১১ (২) ধারার ক্ষমতাবলে সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে। এ পদে কর্মরত থাকাকালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন। আজ বিচারপতি নাজমুন আরা সুলতানার নতুন এ দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।