আসিফুজ্জামান পৃথিল: [২] মুক্তি হলো স্বাধীনতা, সাম্য, সত্য আর উন্নয়নের সম্মিলন। স্বাধীনতার সত্যকারের সুবাস লুকিয়ে থাকে পুরো মানবসমাজের উপকারের মধ্যেই। এই প্রতিপাদ্যকে সামনে রেখেই শ্যুট করা হয়েছে কাজী নজরুল ইসলামের জয় হোক গানের মিউজিক ভিডিও। গানটি গেয়েছেন বাংলাদেশি শিল্পী সুস্মিতা আনিও ও অর্ণব। টাইমস অব ইন্ডিয়া
[৩] এই গানে সাদা-কালো চিত্রায়নের মাধ্যমে আলোর পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আসল স্বাধীনতা আসে যখন নীপিড়িত মানুষের সমস্যা, অসুস্থতা, মহামারি এবং নারীর বিরুদ্ধে সহিংসতা দূর হয়।