শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৪ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে পুরুষ ৩৯৫৭৭ আর নারী ২৪৩৭৭জন। টিকা গ্রহণকারী কারো জটিল কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৮ লাখ ২১৪০০জন। এর মধ্যে পুরুষ ২৪ লাখ ৫৩,৭৬৯জন আর নারী ১৩ লাখ ৬৭৬৩১ জন।
[৩] মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মহানগরীতে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ১৬,১২৬ জন। এর মধ্যে পুরুষ ১০১২৬ জন আর নারী ৬১৩০ জন।
[৪] এ পর্যন্ত মহানগরীতে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৯৬,১০৮ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৫০,৯৮৬ জন আর নারী ২ লাখ ৪৫,১২২ জন। এদিকে প্রথম ডোজ টিকা নিয়েছে ৯ লাখ ২০ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৮৭,৮০৪ আর নারী ৩ লাখ ৩২,২০০ জন।
[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গতকাল সচিবালয় কেন্দ্র ব্যতিত সারাদেশে টিকা কার্যক্রম চালু ছিল। সম্পাদনা: মেহেদী হাসান