মাহামুদুল পরশ: [২] সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস। গতবছর জো বাইডেন এবং তার স্ত্রীর বাৎসরিক আয় ছিলো ৬ লাখ ৭ হাজার ৩৩৬ মার্কিন ডলার এবং তিনি সেই আয়ে ও উপর কর দিয়েছেন ১লাখ ৫৭ হাজার ৪১৪ মার্কিন ডলার। বিবিসি,রয়টার্স,ডেইলি সান
[৩] ২০১৯ সালে তার এবং তার স্ত্রীর বাৎসরিক আয় ছিলো ৯ লাখ ৮৫ হাজার ২২৩ মার্কিন ডলার। এই বিষয়ে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে বলেন, আমি আশা করি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিবার তার আয়কর বিবরনী প্রকাশ করবেন।
[৪] প্রকাশিত আয়কর বিবরনী অনুযায়ি নির্বাচনী ক্যাম্পেইন চলাকালীন সময় মোট আয়ের ২৫.৯ শতাংশ আয়কর প্রদান করেছেন। একই সঙ্গে ২০২০ সালে ১০ টি দাতব্য সংস্থাকে মোট ৩০ হাজার ৭০৪ মার্কিন ডলার দান করেছেন। একই সাথে প্রেসিডেন্ট হওয়ার আগের আয়ের তুলনায় অর্ধকের বেশি নেমে এসেছে।সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল