শিরোনাম
◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০১:০০ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক রোজিনা ইসলামকে কোনো নির্যাতন করা হয়নি, ঘটনাটি অনাকাঙ্খিত: স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার ও মহসীন কবির: [২] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার (১৮ মে) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে  সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন,  সাংবাদিক রোজিনা ইসলামকে কয়েক ঘণ্টা আটক রেখে নির্যাতন করা হয়নি। সময় ও ডিবিসি টিভি

[৩] তিনি বলেন, এ ঘটনার সময় একজন সিনিয়র এডিশনাল সেক্রেটারি ও ডেপুটি  সেক্রেটারি লেভেলের দুইজন কর্মকর্তা উপস্থিত ছিল, প্রথম তারাই ডিল করছে পরে যখন রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়ে আসছে তখন তারা পুলিশ ডেকেছে।

[৪] তিনি বলেন, আমরা সব সময় আপনাদের সঙ্গে কো-অপারেট করেই কাজ করছি। আমরা সময় সময় আপনাদের সঙ্গে কথা বলি। এ বিষয়ে আমার যেটুকু বলার বলবো।

[৫] তিনি বলেন, কোনো নির্দোষ লোক সাজা পাক এটা আমি চাই না। দেশের ক্ষতি হোক এরকমটা আমরা চাই না। তিনি অপরাধ না করে থাকলে আইনের মাধ্যমেই তা প্রমাণ হবে। আমরা সব সাংবাদিকদের সম্মান করি। আমরা সাংবাদিকদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। আমার বাসার দরজায় আসলেও আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি।

[৬] তিনি বলেন, রাশিয়া ও চীনের টিকা সংক্রান্ত চুক্তির নথির ছবি তুলেছেন সাংবাদিক রোজিনা। এটা ঠিক হয়নি। টিকা নিয়ে অপ্রকাশযোগ্য চুক্তির ছবি তোলেন সাংবাদিক রোজিনা। রাশিয়া ও চীনের সঙ্গে টিকা নিয়ে সম্পাদিত অপ্রকাশযোগ্য ছবি। সেসব তথ্য প্রকাশ হলে টিকা প্রাপ্তিতে অনিশ্চয়তা তৈরি হতো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

[৭] সাংবাদিক রোজিনার পূর্বের কোনো সংবাদের জন্য ব্যবস্থা নেয়া হয়নি। গতকাল যে ঘটনা ঘটেছে সে ঘটনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি না বলে সরকারি ফাইল নিয়ে যাচ্ছিলেন। সেগুলোর ছবি তুলছিলেন। অনুমতি ছাড়াই ওই রুমে প্রবেশ করেছেন। এগুলো রাষ্ট্রীয় গোপন বিষয়। তিনি অন্যায় করেছেন। একজন অতিরিক্ত সচিব সাংবাদিক রোজিনার গলা চেপে ধরেছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে। তবে আমি এ বিষয়ে জিজ্ঞাসা করেছি। তিনি একজন অতিরিক্ত সচিব। আমাকে তিনি টেলিফোনে বলেছেন, তিনি রোজিনাকে শারীরিক নির্যাতন করেননি। বরং রোজিনা তার উপর হামলা করেছিল। ঘটনার পর রোজিনাকে যখন আটকানোর চেষ্টা করা হয় তখন তিনি ওই অতিরিক্ত সচিবকে খামচি দিয়েছেন, থাপ্পড় মেরেছেন। এরপর পুলিশ আসলে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়