শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০২:৪৮ রাত
আপডেট : ১৮ মে, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজিনা ছিঁচকে চোর না, সে এদেশের সবচেয়ে নন্দিত সাংবাদিক: আসিফ নজরুল

আসিফ নজরুল : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম ছিঁচকে চোর না। সে এদেশের সবচেয়ে নন্দিত ও পুরস্কৃত একজন সাংবাদিক। তার প্রতিবেদন থেকে স্বাস্থ্য মন্ত্রনালয়সহ সরকারের বিভিন্ন অফিসের দায়িত্বহীনতা, দূনীতি ও অনিয়ম সম্পকে জেনেছি আমরা (নীচের ছবিগুলো তার কিছু প্রমান)। তার সাথে ছিঁচকে চোরের মতো ব্যবহার কিভাবে করে স্বাস্থ্য মন্ত্রণালয়?

রোজিনা বিনা অনুমতিতে সরকারী কোন নথির ছবি তুললে তার বিরুদ্ধে মামলা করা যেত। কিন্ত ‍তাকে পাচ-ছয়ঘন্টা আটকে রাখার কোন অধিকার স্বাস্থ্য মন্ত্রনালয়ের নেই। আমার বিবেচনায়, এটি বরং অপরাধমূলক আটক সমতুল্য।

আর তারা রোজিনার মোবাইল আটকে রাখল কোন যুক্তিতে? সরকারী নথির ছবি তোলার অভিযোগ আনলে তা বিশ্বাসযোগ্য কিনা এ প্রশ্নও আসবে এখন। রোজিনার প্রতিবেদনে যাদের স্বার্থহানি হয়েছে তারা তো ইচ্ছেমতো ছবি তুলে এসব অভিযোগ দিতে পারে- এ সন্দেহেরও অবকাশ এখন থাকবে।

এখন আবার মানবজমিনে পড়লাম- তার দেহ তল্লাশী করে নাকি সরকারী নথি উদ্ধার করা হয়েছে। তল্লাশী কে করেছে? স্বাস্থ্য মন্ত্রনালয়ের লোকেরা? এটা করার তো কোন অধিকার নেই তাদের। আর যদি থানায় দেহ তল্লাশী করা হয় তাহলে আমাদের কি বিশ্বাস করতে হবে যে, ছয় ঘন্টা আটক থাকা অবস্থায় সে সরকারী নথি বয়ে বেড়াচ্ছিল!

(বাই দ্যা ওয়ে, কিসের নথি-র ছবি তুললে বা কোন নথি নিলে এমন ক্ষিপ্ত হতে পারে স্বাস্থ্য মন্ত্রনালয়? স্বাস্থ্য মন্ত্রনালয় তো প্রতিরক্ষা বা স্বরাষ্ট্র মন্ত্রনালয় না? কেন এতো অস্বস্তি তাদের?)

আসিফ নজরুল, রাজনৈতিক বিশ্লেষক (ফেসবুক থেকে)

  • সর্বশেষ
  • জনপ্রিয়