শিরোনাম
◈ উগান্ডা‌কে হা‌রি‌য়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা ◈ বর্ণিল আয়োজনে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধন হ‌লো ◈ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত ◈ ‘ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে ফেরত দেবে না’ ◈ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন ◈ এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে: সালাউদ্দিন কাদেরের সেই বক্তব্য ভাইরাল (ভিডিও) ◈ শেখ হাসিনাকে কোন অভিযোগে কী সাজা দেওয়া হয়েছে ◈ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এপিএম টার্মিনালসের ঐতিহাসিক পিপিপি চুক্তি ◈ খুনি হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন সারজিস ◈ ইউ‌রো‌পের মা‌ঠে ফিলিস্তিন ফুটবল দ‌লের বিশেষ বার্তা

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাসড়কের কিছু জায়গায় চলছে দূরপাল্লার বাস

জেরিন আহমেদ:[২]সোমবার (১৭ই মে) সকাল থেকেই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। বিভিন্ন এলাকা থেকে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় জমতে দেখা গেছে বিভিন্ন স্থানে।

[৩] মহাসড়কের পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী, নাটোর, পাবনাসহ বেশ কয়েকটি জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। আর এই সুযোগে  যাত্রীদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

[৪] এদিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে সরজমিনে এসে দেখা যায় উত্তরবঙ্গ থেকে রাতের আধারে ছেড়ে আসা ঢাকাগামী অসংখ্য বাসের চলাচল। এছাড়া পিকআপ, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন পরিবহনে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। ভোগান্তিতেও পরতে হয়নি এখন পর্যন্ত কর্মস্থলে ফেরত সাধারণ মানুষদের।

[৫] এর আগে বৃহস্পতিবার (১২ই মে) সকালে মহাসড়কের করটিয়া, তারটিয়া, আশেকপুর, ঘারিন্দা, রসুলপুর, পৌলি, এলেঙ্গাসহ বিভিন্ন এলাকার কোথাও গাড়ির ধীরগতি বা যানজট সৃষ্টি হয়েছিল।

[৬] চরম ভোগান্তিতে পরতে হয়েছিল সাধারণ ঘরফেরা মানুষদের। তবে এবার ঢাকায় ফিরতে ঈদের আগের মতো যাত্রীদের যানজটে বা তেমন কোনো ভোগান্তিতে পড়তে হবে না বলে আশা প্রকাশ করছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

[৭] গাজীপুর পরিবহনের বাসচালক মাহিম বলেন, 'সকালে গাজীপুরের যাত্রী নিয়ে সিরাজগঞ্জ থেকে ছেড়ে এসেছি। সরকারিভাবে দূরপাল্লার বাস বন্ধ রাখা হলেও পয়সার জন্যই বাস চালাতে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও বাধার সম্মুখীন হইনি।'

[৮] এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বাস আসলেও তাদের ছেড়ে আসা স্থানে ফিরত পাঠানো হচ্ছে ।

[৯] হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে তেমন যানবাহনের চাপ নেই। সকাল থেকে কোথাও যানবাহনের জটলা বা ধীর গতি দেখা যায়নি। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। দূরপাল্লার বাসকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেক বাসের চালক একাধিক মামলা খাওয়ার পরও মহাসড়কে বাস নিয়ে বের হয়েছে। সূত্র: ডিবিসি , সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়