শিরোনাম
◈ জাতীয় নির্বাচ‌নের দিন গণভোটে 'হ্যাঁ' জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয় ◈ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা: একনেক বৈঠক ◈ নীলফামারীর হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা ◈ যেভাবে রশি ছাড়াই ১০১ তালা বিল্ডিংয়ে উঠলেন আমেরিকান যুবক! (ভিডিও) ◈ ঘুষ গ্রহণের অভিযোগ তুলে ওসি-এসআইকে অবরুদ্ধ করে কান ধরে উঠবস করালো জনতা (ভিডিও) ◈ ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে  আর্সেনালকে হারিয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ জয় শাহকে তোপ পি‌সি‌বির সা‌বেক প্রধ‌া‌নের, আই‌সি‌সি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় ◈ বাংলাদেশের বয়কটে ধাক্কা ইডেনের! ফেরত হবে টিকিটের দাম ◈ গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার ◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু, হোটেলে থাকতে হবে আগামী তিনদিন

স্পোর্টস ডেস্ক: [২] ৩ ওয়ানডে খেলতে রোববার ১৬ মে, সকালে ঢাকা এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। করোনা মহামারিতে সীমান্ত অতিক্রম করলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। পাশাপাশি কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়েও সফর করতে হয়।

[৩] যথাযথ প্রক্রিয়া মেনে শ্রীলঙ্কা ক্রিকেট দলও কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে এসেছে। এখানে তাদের তিনদিনের রুম কোয়ারেন্টাইন হবে। এরপর মাঠে নামার অনুমতি পাবেন। কেমন হবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোয়ারেন্টাইন প্রক্রিয়া ?

[৪] বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যে প্রোটোকলে ছিল আমরা সেরকম প্রোটোকলই তৈরি করেছি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে। প্রথম তিনদিনে একটা কঠোর কোয়ারেন্টাইন অনুসরণ করা হবে। অর্থাৎ খেলোয়াড়েরা তাদের হোটেল রুমে অবস্থান করবেন। বাইরে আসবেন না এই তিন দিন। আর এই তিনদিনের মধ্যেই দুটো টেস্ট হবে। আর চতুর্থ দিনের টেস্টের ভিত্তিতে অনুশীলনের অনুমতি মিলবে। অনুশীলনও নিজেদের মধ্যে করবে। এই পদ্ধতি আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছি তখন আমরাও অনুসরণ করেছি।

[৫] কোয়ারেন্টাইন প্রক্রিয়াটা সম্পূর্ণ সরকারের নির্দেশনা অনুসারে আমরা অনুসরণ করছি। সরকার আমাদের যে নির্দেশনা দিচ্ছে সেভাবেই কোভিড প্রটোকল অনুসরণ করার চেষ্টা করছি। প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই, প্রত্যেক দলের জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা নির্দেশনা আছে।
কোভিড পরীক্ষা নিয়ে তিনি যোগ করেন,মোট চারটা পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা করা হবে মূলত দেশ ছাড়ার আগে বিধিনিষেধ অনুসারে। ২০ ও ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুইদল আলাদা আলাদা প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২২ তারিখ একটা কোভিড পরীক্ষা হবে। ঐ পরীক্ষার ফলাফলের উপর ২৩ তারিখ থেকে আমাদের ওয়ানডে সিরিজ শুরু হবে।

[৬] হোটেলে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বিসিবি। এক সপ্তাহ আগে হোটেল নির্দিষ্ট কর্মকর্তাদের ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশেনে পাঠিয়েছে বিসিবি। দুই দলের জন্য হোটেলের তিনটি ফ্লোর পুরোপুরি আলাদা করে রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত সবার কোভিড পরীক্ষাও করানো হবে।

[৭] সোমবার ১৭ মে, বাংলাদেশের ক্রিকেটারদের কোভিড পরীক্ষা করানো হবে। মঙ্গলবার থেকে জাতীয় দলের অনুশীলন পুরোদমে শুরু হবে। ২৩ মে দুই দলের প্রথম ওয়ানডে মিরপুর শের-ই-বাংলায়। পরের দুইটি ওয়ানডে ২৫ ও ২৮ মে। - রাইজিং বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়