হ্যাপি আক্তার: [২] ভারতের পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউন ঘোষণার পর পরই বন্ধ রাখা হবে মদের দোকান। আর তাই কোনো রকম স্বাস্থ্য বিধি না মেনেই হুমড়ি খেয়ে পড়ে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। তবে মদের দোকানের দীর্ঘ লাইন দেখে উদ্বিগ্ন চিকিৎসকরা। এই সময়, হিন্দুস্তান টাইমস
[২] রোববার (১৬ মে) থেকে ৩০ মে সন্ধা ৬টা পর্যন্ত লকডাউন চলবে।
[৩] সংক্রমণ রোধে পশ্চিমবঙ্গে কার্যত লকডাউন ঘোষণার পর কে কার আগে মদ কিনবে তার প্রতিযোগীতা শুরু হয়ে যায়। দু'সপ্তাহের জন্য মদ মজুত করতে রীতিমতো কার্টন ও ব্যাগ নিয়ে চলে আসে অনেকেই।
[৪] করোনা প্রতিরোধে জারি করা বিধিনিষেধ উপেক্ষা করে এই ভিড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন চিকিৎসকরা।
[৫] শনিবার (১৫ মে) মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় লকডাউন ঘোষণা করেন।