ডেস্ক নিউজ: ‘আল্লায় যদি মারে বাঁচানোর কেউ নেই। আর যদি আল্লায় করোনা মৃত্যু রাখে তখন কেউ সামনেও আসবে না। তাই জীবনের শেষ ঈদ মনে করে মরার আগে পরিবার নিয়ে একটু আনন্দ করে যাই। যাতে কোনো আফসোস না থাকে। ছেলে-মেয়েদের স্কুল বন্ধ, খেলার মাঠে যেতে দিই না। দীর্ঘদিন ঘরে থেকে মোবাইলে আসক্তি বেড়ে কেমন জানি প্রতিবন্ধীদের মতো হয়ে যাচ্ছে। তাই ঝুঁকি নিয়ে একটু ঘুরতে আসলাম।’ এভাইবেই কথাগুলো বলছিলেন সোনারগাঁয়ের পানাম নগরীতে ঘুরতে আসা রাফেছা বেগম।
শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম নগরীতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় আশপাশে দল বেধে ঘুরছে তারা। নেই স্বাস্থ্যবিধি, নেই করোনার ভয়, মানছে না কেউ লকডাউন।
সব কিছু উপেক্ষা করে সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটন এলাকায় মানুষের ঢল নেমেছে। ঈদের আনন্দসহ এলাকার সৌর্ন্দয্য উপভোগ করতে সোনারগাঁ উপজেলাসহ আশপাশের উপজেলার ও বিভিন্ন প্রান্ত থেকে ঈদের দিন থেকে বিনোদন প্রেমী হাজারো মানুষ ভিড় করছেন । সূত্র: কালের কণ্ঠ