শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৮:৩২ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পরিবারকে সহযোগিতার নামে কিশোরীকে ব্ল্যাকমেইল প্রবাসীর, পুলিশের হস্তক্ষেপে রক্ষা

সুজন কৈরী : [২] হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীর পরিবারকে সহযোগিতার নামে তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করছিলেন এক প্রবাসী। নানাভাবে চেষ্টা করেও না পেরে অবশেষে সাহায্য চেয়ে ওই কিশোরী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ফেসবুক পেইজের ইনবক্সে বার্তা পাঠায়। পরে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগী কিশোরী প্রবাসীর ব্ল্যাকমেইল থেকে রক্ষা পায়।

[৩] শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা বলেন, হবিগঞ্জের বানিয়াচংযের কলেজ শিক্ষার্থী তিথি রায় (কল্পিত নাম)। পড়াশুনায় বেশ ভালো। দরিদ্র পরিবারের মেয়ে। টিউশনি করে নিজের পড়াশুনার খরচ যোগাতে হয় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় দেশের বাইরে থাকা সনাতন ধর্মের এক ব্যক্তির সঙ্গে। নাম মৃত্যুঞ্জয় (কল্পিত নাম)। গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানায়।

[৪] মৃত্যুঞ্জয় তিথির দুর্বলতা জানতে পারেন এবং তার পরিবারের পাশে দাঁড়াতে চান। নিজেকে দাতা হিসেবে পরিচয় দেন। ধীরে ধীরে তিথিকে সম্পর্কে জড়াতে থাকেন। তিথির পরিবারকে মাঝে মাঝে কিছু টাকা দিয়ে সহায়তা করেন। প্রেমের অভিনয় করে গভীর সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন। তিথিও তাকে বিশ্বাস করতে থাকে। এক সময় তিথীর দুর্বলতা বুঝে তার কাছ থেকে আপত্তিকর ছবি নিতে থাকেন মৃত্যুঞ্জয়।

[৫] তিথি বিয়ের জন্য চাপ দিলে মৃত্যুঞ্জয় এড়াতে থাকেন। তিথির সন্দেহ হয়। নানাভাবে চেষ্টা করে জানতে পারেন মৃত্যুঞ্জয় বিবাহিত। দেশে তার স্ত্রী ও সন্তান রয়েছে। প্রতারিত হচ্ছে টের পেয়ে সরে যেতে চান তিথি। তাকে সম্পর্ক ধরে রাখতে বাধ্য করতে চান মৃত্যুঞ্জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবিগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। তিথির নামে ফেক অ্যাকাউন্ট খুলে আপত্তিকর পোস্ট দিতে থাকেন মৃত্যুঞ্জয়। তিথি তাকে পুলিশের কথা বলে। মৃত্যুঞ্জয় তাতে পাত্তা দেন না। তিনি ভেবেছিলেন, বিদেশে থাকেন বলে বাংলাদেশের পুলিশ তার কিছুই করতে পারবে না।

[৬] কোথাও কোনো সাহায্য না পেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিথি। হঠাৎ কী ভেবে তিথি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানানোর সিদ্ধান্ত নেন। পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে সাহায্য চেয়ে বার্তা পাঠান তিথি।

[৭] বার্তাটি পাওয়ার সঙ্গে সঙ্গে তিথিকে অভয় দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। তার পাশে থাকার আশ্বাস দেয়। পাশাপাশি তাকে মানসিকভাবে চাঙ্গা রাখতে কাউন্সিলিং করতে থাকে। দ্রুত ব্যবস্থা নেওয়ার সুবিধার্থে বার্তাটি তিথির থানায় না পাঠিয়ে মৃত্যুঞ্জয়ের নিজ থানা নাঙ্গলকোটের ওসি মো. বখতিয়ার চৌধুরীর কাছে পাঠানো হয়।

[৮] এআইজি সোহেল রানা বলেন, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের বিশেষ রেফারেন্সে তিথির কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেন নাঙ্গলকোট থানার ওসি। সেই অভিযোগের ভিত্তিতে মৃত্যুঞ্জয়ের অভিভাবকদের থানায় ডাকা হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়।

[৯] বিদেশে থেকে ফিরিয়ে আনার ভয়ে মৃত্যুঞ্জয়ের পরিবার বেশ চাপে পড়ে। চাপে পড়ে মৃত্যুঞ্জয়ও। বিদেশ থেকেই তিনি নিজ এলাকার জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে তার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন। বিদেশে তার সঙ্গে কর্মরত একাধিক বাংলাদেশির উপস্থিতিতে একটি মুচলেকায় সই করে তা বাংলাদেশে পাঠান মৃত্যুঞ্জয়। সঙ্গে তিথির সব তথ্য ডিলিট করার প্রমাণাদি পাঠান এবং ফেক আইডি বন্ধ করেন। এতে তিথির পরিবার সন্তুষ্ট হয়। পুলিশকে আইনী ব্যবস্থা না নিতে অনুরোধ করে।

[১০] আইনি সহায়তা পেয়ে বাংলাদেশ পুলিশকে তিথি লিখেছেন, ‘স্যার, আপনাদের ধন্যবাদ দিলেও কম হবে। আপনাদের এ নিঃস্বার্থ সহযোগিতা কখনো ভুলবো না। আপনারা আমাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিলেন।’ সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়