আল আমিন: [২] আহত মটর গেরেজ মিস্ত্রী ইয়াছিনের খোজ খবর নেন পুলিশ সুপার আহমার উজ্জামান। বৃহস্পতিবার দুপুরে ইয়াছিনের নিজ বাড়ি জেলা সদরের বাড়েরার পাড়ে পুলিশ সুপার আহত ইয়াছিনের জন্য ঈদ উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হন।
[৩] অসহায় মটর গেরেজ মিস্ত্রী পুলিশকে সুপারকে তার বাড়িতে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
[৪] চলতি বছরের ২৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনের বিরোধীতা করে হেফাজতে ইসলাম দেশব্যাপী হরতাল ডাকে। সে সময় নগরীর চরপাড়ায় ও চুরখাই এলাকায় হেফাজত ইসলাম ব্যাপক তাণ্ডব চালায়। এই তাণ্ডবে পুলিশসহ একাধিক লোকজন আহত হয়। সে সময় চুরখাইয়ে মো.ইয়াছিন (৩৫) নামে এক মটর গেরেজ মিস্ত্রী আহত হয়।
[৫] ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, ডাল, চাল, মসলা, নুডুলস, কিসমিস, আলুসহ অণ্যান্য। অসহায় ইয়াছিনের গ্রামের বাড়িতে পুলিশ সুপার মানবিক সহায়তা ও নগদ অর্থ প্রদান করায় এলাকাবাসি হতবিম্ব হয়ে পড়েন। পুলিশ সুপারকে এলাকাবাসি অভিনন্দন জানিয়েছেন। পুলিশ সুপারকে তার বাড়িতে পেয়ে ইয়াছিন আবেগ ধরে রাখতে না পেরে কেদে ফেলেন।
[৬] এক পর্যায়ে ইয়াছিনের জন্য পুলিশের এই উদ্যোগ দেখতে পেয়ে তার মা পুলিশ সুপারকে জড়িয়ে ধরে কেদে উঠেন । এ সময় পুলিশ সুপার তাদেরকে শান্তনা দেন এবং সকল ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। হেফাজতের তান্ডবে আহত ইয়াছিনের চিকিৎসা থেকে শুরু করে ঈদের আগে সহযোগীতার হাত বাড়িয়ে তার বাড়িতে যাওয়ার ঘটনাকে এলাকাবাসী বিরল বলে দাবি করেন। এ সময় ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সাথে ছিলেন।