শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে হেফাজতের তাণ্ডবে আহত ইয়াছিনকে ঈদ সামগ্রী প্রদান করলেন এসপি

আল আমিন: [২] আহত মটর গেরেজ মিস্ত্রী ইয়াছিনের খোজ খবর নেন পুলিশ সুপার আহমার উজ্জামান। বৃহস্পতিবার দুপুরে ইয়াছিনের নিজ বাড়ি জেলা সদরের বাড়েরার পাড়ে পুলিশ সুপার আহত ইয়াছিনের জন্য ঈদ উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হন।

[৩] অসহায় মটর গেরেজ মিস্ত্রী পুলিশকে সুপারকে তার বাড়িতে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

[৪] চলতি বছরের ২৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনের বিরোধীতা করে হেফাজতে ইসলাম দেশব্যাপী হরতাল ডাকে। সে সময় নগরীর চরপাড়ায় ও চুরখাই এলাকায় হেফাজত ইসলাম ব্যাপক তাণ্ডব চালায়। এই তাণ্ডবে পুলিশসহ একাধিক লোকজন আহত হয়। সে সময় চুরখাইয়ে মো.ইয়াছিন (৩৫) নামে এক মটর গেরেজ মিস্ত্রী আহত হয়।

[৫] ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, ডাল, চাল, মসলা, নুডুলস, কিসমিস, আলুসহ অণ্যান্য। অসহায় ইয়াছিনের গ্রামের বাড়িতে পুলিশ সুপার মানবিক সহায়তা ও নগদ অর্থ প্রদান করায় এলাকাবাসি হতবিম্ব হয়ে পড়েন। পুলিশ সুপারকে এলাকাবাসি অভিনন্দন জানিয়েছেন। পুলিশ সুপারকে তার বাড়িতে পেয়ে ইয়াছিন আবেগ ধরে রাখতে না পেরে কেদে ফেলেন।

[৬] এক পর্যায়ে ইয়াছিনের জন্য পুলিশের এই উদ্যোগ দেখতে পেয়ে তার মা পুলিশ সুপারকে জড়িয়ে ধরে কেদে উঠেন । এ সময় পুলিশ সুপার তাদেরকে শান্তনা দেন এবং সকল ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। হেফাজতের তান্ডবে আহত ইয়াছিনের চিকিৎসা থেকে শুরু করে ঈদের আগে সহযোগীতার হাত বাড়িয়ে তার বাড়িতে যাওয়ার ঘটনাকে এলাকাবাসী বিরল বলে দাবি করেন। এ সময় ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সাথে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়