শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের পর লকডাউন বাড়বে আরো ৭ দিন, নির্বাহী ক্ষমতা পাচ্ছে পুলিশ

তাপসী রাবেয়া: [২] করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

[৩] বৃহস্পতিবার প্রতিমন্ত্রী জানান, আগামী ১৬ মে মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হবে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে পুলিশকে নির্বাহী ক্ষমতা প্রদান করা হবে। সেজন্য এ সংক্রান্ত বিদ্যমান আইনে সংশোধনী আনা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সচিব কমিটি বৈঠক করে তাদের প্রস্তাবনা রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠানো হবে।

[৪] প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান যে আইন রয়েছে তাতে পুলিশ শুধুমাত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারে। সারাদেশে অল্প কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা সম্ভব হবেনা। বিধিনিষেধের কারণে কোভিড পরীক্ষা কম হচ্ছে তাই শনাক্তও কম হচ্ছে।

[৫] এটা বিজ্ঞানের মতো, কঠোর লকডাউন ঘোষণার পর, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গত মাসের ১৫ তারিখের দিকে বলেছিলেন মে মাসের প্রথম সপ্তাহের দিকে সংক্রমনের মাত্রা কমতে থাকবে। ঠিকই সেটা কমেছে। কিন্তু আমাদের বাস্তবতার নিরিখে দোকানপাট খুলে দিতে হলো, সেক্ষেত্রে আমরা দেখছি অনেক মানুষ বাইরে বের হচ্ছে। শতভাগ মাস্ক পরার বিষয়টি নিশ্চিত হচ্ছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।

[৬] আরেকটি আশংকার বিষয় হলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট, পার্শ্ববর্তী দেশের অবস্থাটা আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। আমরা আমাদের সংক্রমনের মাত্রা কমিয়েছি বিধিনিষেধ কার্যকর করে। কিন্তু ঈদ উপলক্ষে মাস্ক না পরা, কিছু সংখ্যক লোকের বাড়িতে যাওয়া- এই বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে। এটাও বিজ্ঞানসম্মত আশংকা যে, হয়তো ঈদের পর সংক্রমণ আবার বেড়ে যাবে।

[৭] সেই বিবেচনায় ঈদের পর আরও অন্তত এক সপ্তাহ এই বিধিনিষেধ চলমান রাখার বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়