শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের পর লকডাউন বাড়বে আরো ৭ দিন, নির্বাহী ক্ষমতা পাচ্ছে পুলিশ

তাপসী রাবেয়া: [২] করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

[৩] বৃহস্পতিবার প্রতিমন্ত্রী জানান, আগামী ১৬ মে মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হবে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে পুলিশকে নির্বাহী ক্ষমতা প্রদান করা হবে। সেজন্য এ সংক্রান্ত বিদ্যমান আইনে সংশোধনী আনা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সচিব কমিটি বৈঠক করে তাদের প্রস্তাবনা রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠানো হবে।

[৪] প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান যে আইন রয়েছে তাতে পুলিশ শুধুমাত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারে। সারাদেশে অল্প কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা সম্ভব হবেনা। বিধিনিষেধের কারণে কোভিড পরীক্ষা কম হচ্ছে তাই শনাক্তও কম হচ্ছে।

[৫] এটা বিজ্ঞানের মতো, কঠোর লকডাউন ঘোষণার পর, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গত মাসের ১৫ তারিখের দিকে বলেছিলেন মে মাসের প্রথম সপ্তাহের দিকে সংক্রমনের মাত্রা কমতে থাকবে। ঠিকই সেটা কমেছে। কিন্তু আমাদের বাস্তবতার নিরিখে দোকানপাট খুলে দিতে হলো, সেক্ষেত্রে আমরা দেখছি অনেক মানুষ বাইরে বের হচ্ছে। শতভাগ মাস্ক পরার বিষয়টি নিশ্চিত হচ্ছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।

[৬] আরেকটি আশংকার বিষয় হলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট, পার্শ্ববর্তী দেশের অবস্থাটা আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। আমরা আমাদের সংক্রমনের মাত্রা কমিয়েছি বিধিনিষেধ কার্যকর করে। কিন্তু ঈদ উপলক্ষে মাস্ক না পরা, কিছু সংখ্যক লোকের বাড়িতে যাওয়া- এই বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে। এটাও বিজ্ঞানসম্মত আশংকা যে, হয়তো ঈদের পর সংক্রমণ আবার বেড়ে যাবে।

[৭] সেই বিবেচনায় ঈদের পর আরও অন্তত এক সপ্তাহ এই বিধিনিষেধ চলমান রাখার বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়