শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরস্কে নয়, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে পর্তুগালে

স্পোর্টস ডেস্ক : [২] চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যুতে আসছে পরিবর্তন। তুরস্কের ইস্তাম্বুলের পরিবর্তে পর্তুগালের পোর্তোতে বসতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াই। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অল-ইংলিশ ফাইনাল আয়োজনের প্রস্তাব থাকলেও লন্ডন প্রশাসনের কোয়ারেন্টাইন জটিলতা এড়াতে পোর্তোকেই বেছে নিয়েছে উয়েফা। তবে ম্যাচের ভেন্যু নিয়ে না ভেবে মাঠের পারফরম্যান্সেই মনোযোগী ম্যানসিটি আর চেলসির দুই কোচ।

[৩] সুস্থ পৃথিবীতে বিশ্বের ফুটবলপ্রেমীদের বিনোদিত করে আসছে শুরু থেকেই, তবে করোনা জর্জরিত ২০২০ সালে বড় স্বস্তির খোরাক হয়ে এসেছিল গতবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এখনও পুরোপুরি সুস্থ হয়নি ধরিত্রী, তবে নিউ নরমালে স্বাস্থ্যবিধি মেনে অনেকটাই স্বাভাবিক দর্শকবিহীন ফুটবল কার্যক্রম। চোখের পলকেই একটা বছর পেরিয়ে আবারও দোরগোড়ায় আরও একটা ইউসিএল ফাইনাল।

[৪] আগের বারও কোভিডের কারণে ইস্তাম্বুল থেকে সরিয়ে নেয়া হয়েছিল ফাইনাল। আবারও একই খড়গ নেমে এসেছে তুরস্কের ওপর। ইংল্যান্ড সরকারের লাল তালিকায় তুরস্ক। তাই কোয়ারেন্টাইন জটিলতা এড়াতে ভেন্যু পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় উয়েফা।

[৫] অল ইংলিশ ফাইনালটা লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব দিয়েছিল ইংল্যান্ড সরকার। তবে গণমাধ্যম ও সাপোর্টিং স্টাফদের ভ্রমণ জটিলতায় সেটাও প্রত্যাখ্যাত হয়েছে। আর তাতেই আরও একবার কপাল খুলেছে পর্তুগালের। কোভিডকালে ইংরেজদের ভ্রমণ তালিকায় সবুজ ঘরেই আছে পর্তুগিজরা।

[৬] তাই পছন্দের তালিকায় পোর্তোর এস্তাদিও দো দ্রাগাও আছে সবার ওপরে। হাতে খুব বেশি সময় না থাকলেও এখনও চূড়ান্ত হয়নি রণক্ষেত্র। তবে তা নিয়ে মোটেও চিন্তিত নয় কোনো কোচই। - সময়টিভি/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়