শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

সমীরণ রায়: [২] করোনার এই সংকটের মধ্যে শুক্রবার দেশে উদযাপিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। একই সঙ্গে করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছে সরকারি বিধি নিষেধ। ইতোমধ্যে ধর্মমন্ত্রণালয় স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যে যেখানে আছেন, সেখানে থেকেই ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। তবে প্রতিবছর আওয়ামী লীগের শীর্ষ নেতারা যার যার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু করোনা সংক্রমণ রোধে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগই ঈদ করছেন ঢাকায়।

[৩] আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবারের মতো তার সরকারি বাসভবনেই ঈদ উদযাপন করবেন। অন্যান্য বছর গণভবনে ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করলেও এবার করোনার কারণে সেটি হবে না।

[৪] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ঈদ করবেন ঢাকায়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু ঈদ করবেন ঢাকায়। দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান ঈদ করবেন ঢাকায়। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউাদ্দিন নাছিম, ড. হাছান মাহমুদ পরিবারসহ ঢাকায় ঈদ করবেন।

[৫] সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ঈদ করবেন ঢাকায়। ঈদের আগেই টানা কয়েকদিন নির্বাচনী এলাকা জয়পুরহাটে থেকে এসেছেন। ঈদের পরদিন আবার যাবেন। সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ঈদ করবেন ঢাকায়। আরেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন ঈদ করবেন এলাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়