শিরোনাম
◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

সমীরণ রায়: [২] করোনার এই সংকটের মধ্যে শুক্রবার দেশে উদযাপিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। একই সঙ্গে করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছে সরকারি বিধি নিষেধ। ইতোমধ্যে ধর্মমন্ত্রণালয় স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যে যেখানে আছেন, সেখানে থেকেই ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। তবে প্রতিবছর আওয়ামী লীগের শীর্ষ নেতারা যার যার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু করোনা সংক্রমণ রোধে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগই ঈদ করছেন ঢাকায়।

[৩] আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবারের মতো তার সরকারি বাসভবনেই ঈদ উদযাপন করবেন। অন্যান্য বছর গণভবনে ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করলেও এবার করোনার কারণে সেটি হবে না।

[৪] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ঈদ করবেন ঢাকায়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু ঈদ করবেন ঢাকায়। দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান ঈদ করবেন ঢাকায়। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউাদ্দিন নাছিম, ড. হাছান মাহমুদ পরিবারসহ ঢাকায় ঈদ করবেন।

[৫] সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ঈদ করবেন ঢাকায়। ঈদের আগেই টানা কয়েকদিন নির্বাচনী এলাকা জয়পুরহাটে থেকে এসেছেন। ঈদের পরদিন আবার যাবেন। সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ঈদ করবেন ঢাকায়। আরেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন ঈদ করবেন এলাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়