সালেহ্ বিপ্লব: [২] বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গত কয়েক দশকে কক্সবাজারের এই গর্জন গাছগুলো স্থানীয় মানুষদের দুটি বড় ধরনের সাইক্লোনের ভয়াবহতা থেকে বাঁচিয়েছে৷ বিনিময়ে কৃতজ্ঞ স্থানীয় জনগোষ্ঠী রক্ষা করেছে গাছগুলোকে।
[৩] এই বনে গাছগুলোর মধ্য দিয়ে এঁকেবেঁকে গেছে রাস্তা। প্রহরীরা পশুচারণ ও অবৈধভাবে চারাগাছ কাটা প্রতিরোধ করেছে।
[৪]ডব্লিউএফপি এই বন ও এর ওপর নির্ভরশীল মানুষদের সুরক্ষা দিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও)সহায়তায় গত দুই বছর ধরে ৮৮০টির বেশি গর্জন গাছ রক্ষা করা হয়েছে। পুনর্বাসন করা হয়েছে কয়েক হাজার হেক্টর বনাঞ্চল।