ডেস্ক রিপোটর্: কুয়েতে নিজ ফ্লাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই প্রবাসী বাংলাদেশি'র মৃত্যু হয়েছে। দেশটির জাহরা অঞ্চলের আল ওয়াহায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুন লেগে যায়। এতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় লক্ষ্মীপুর জেলার আবুল বাশার এবং কুমিল্লা জেলার মাহবুব নামের দুই বাংলাদেশির।
দুজনের মরদেহ জাহরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে লাশ দেশে পাঠানোর পদক্ষেপ নিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। সময়টিভি