এম আই প্রধান: তখন ঢাকায় রাত প্রায় ১১ টা। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে।সারারাতের পথ।ছোট্ট ট্রাকটির চালক আরো কিছু যাত্রী তুলতে ডাকাডাকি করছে। ট্রাকে ইতোমধ্যেই নানা বয়সী ছেলেদের সাথে আশেপাশের কোথাও চাকরি করে এরকম ৩/৪ জন মেয়ে যাত্রীও উঠে গেছে। বাকি যাত্রীরা কে কোথায় যাবে, কেমন মানুষ তারা তার হদিস নাই। ট্রাকে আরো কয়জন উঠবে তারও ঠিক নাই। সারারাত বৃষ্টি হলে কি হবে সেটা হয়তো কারো মাথাতেই আসে নাই। এদের চোখেমুখে অজানা কারনে দুঃশ্চিন্তার স্পষ্ট চিহ্ন ফুটে উঠেছে। তবুও সাহস করে ছোট্ট ট্রাকের তলানিতে সবাই জড়োসড়ো হয়ে বসে রয়েছে। পথ একসময় ফুরাবেই। ঈদ বলে কথা; পথে যাই ঘটুক, বাড়ি যে যেতেই হবে! ফেসবুক থেকে