শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন, ছিনতাইকৃত গরুর ট্রাক উদ্ধার

সুজন কৈরী: [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজনের ফোন কলে সাভারের আমিনবাজার থেকে ছিনতাইকৃত গরুবাহী একটি ট্রাক রাজধানীর উত্তরখান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইকারীদের সহযোগী সন্দেহে পারভেজ (৩২) নামের একজন কসাইকে আটক করা হয়েছে।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার দিবাগত রাত পৌণে দুইটায় পাবনা থেকে রফিকুল নামে একজন ফোন করে জানান, তার ঢাকা মেট্রো ন ১৯-৫৯৪৬ নম্বরের মিনি ট্রাকটি পাবনা থেকে চারটি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। পথে সাভারের আমিনবাজার এলাকায় একদল ছিনতাইকারী অন্য একটি ট্রাক দিয়ে গতিরোধ করে তার ট্রাকের চালক এবং চালক সহকারীকে মারধর করে নামিয়ে দিয়ে গরুবাহী ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে।

[৪] কলার আরও জানান, ট্রাকে জিপিএস ট্র্যাকার লাগানো আছে যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন ট্রাকটি আশুলিয়া হয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলো।

[৫] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি সাভার থানা ও রাজধানীর উত্তরখান থানায় জানিয়ে ট্রাকটি আটকে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। একই সঙ্গে কলার থেকে চলন্ত ট্রাকটির সর্বশেষ অবস্থান জেনে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানাচ্ছিলেন। এক পর্যায়ে কলার জানান ট্রাকটি উত্তরখানের ময়নারটেক কাঁচা বাজারের দিকে যাচ্ছে। পরে উত্তরখান থানা পুলিশের একটি দল ট্রাকটির পিছু নেয়।

[৬] উত্তরখান থানার এসআই মামুনুর রহমান ৯৯৯ কে ফোনে জানান, তারা ময়নার টেক কাঁচা বাজার থেকে চারটি গরুসহ ট্রাকটি উদ্ধার করেছেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। কিন্তু ছিনতাইকারীদের সহযোগী সন্দেহে ট্রাকের কাছে অবস্থান করা পারভেজ (৩২) নামে ময়নার টেক বাজারের একজন কসাইকে আটক করা হয়। এছাড়া ঘটনাস্থলে সাভার থানা পুলিশের একটি দল উপস্থিত হলে উদ্ধার ট্রাক, গরু ও আটক ব্যক্তিকে তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।

[৭] এসআই জানান, এ ঘটনায় সাভার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং যথাযথ আইনী প্রক্রিয়ায় গরু ও ট্রাক মালিকের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়