শিরোনাম
◈ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া আজ মন্ত্রিসভায় উঠছে ◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন, ছিনতাইকৃত গরুর ট্রাক উদ্ধার

সুজন কৈরী: [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজনের ফোন কলে সাভারের আমিনবাজার থেকে ছিনতাইকৃত গরুবাহী একটি ট্রাক রাজধানীর উত্তরখান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইকারীদের সহযোগী সন্দেহে পারভেজ (৩২) নামের একজন কসাইকে আটক করা হয়েছে।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার দিবাগত রাত পৌণে দুইটায় পাবনা থেকে রফিকুল নামে একজন ফোন করে জানান, তার ঢাকা মেট্রো ন ১৯-৫৯৪৬ নম্বরের মিনি ট্রাকটি পাবনা থেকে চারটি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। পথে সাভারের আমিনবাজার এলাকায় একদল ছিনতাইকারী অন্য একটি ট্রাক দিয়ে গতিরোধ করে তার ট্রাকের চালক এবং চালক সহকারীকে মারধর করে নামিয়ে দিয়ে গরুবাহী ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে।

[৪] কলার আরও জানান, ট্রাকে জিপিএস ট্র্যাকার লাগানো আছে যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন ট্রাকটি আশুলিয়া হয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলো।

[৫] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি সাভার থানা ও রাজধানীর উত্তরখান থানায় জানিয়ে ট্রাকটি আটকে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। একই সঙ্গে কলার থেকে চলন্ত ট্রাকটির সর্বশেষ অবস্থান জেনে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানাচ্ছিলেন। এক পর্যায়ে কলার জানান ট্রাকটি উত্তরখানের ময়নারটেক কাঁচা বাজারের দিকে যাচ্ছে। পরে উত্তরখান থানা পুলিশের একটি দল ট্রাকটির পিছু নেয়।

[৬] উত্তরখান থানার এসআই মামুনুর রহমান ৯৯৯ কে ফোনে জানান, তারা ময়নার টেক কাঁচা বাজার থেকে চারটি গরুসহ ট্রাকটি উদ্ধার করেছেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। কিন্তু ছিনতাইকারীদের সহযোগী সন্দেহে ট্রাকের কাছে অবস্থান করা পারভেজ (৩২) নামে ময়নার টেক বাজারের একজন কসাইকে আটক করা হয়। এছাড়া ঘটনাস্থলে সাভার থানা পুলিশের একটি দল উপস্থিত হলে উদ্ধার ট্রাক, গরু ও আটক ব্যক্তিকে তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।

[৭] এসআই জানান, এ ঘটনায় সাভার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং যথাযথ আইনী প্রক্রিয়ায় গরু ও ট্রাক মালিকের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়