শিরোনাম
◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের ঝিকরগাছায় বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

বাবুল আক্তার : [২] উপজেলার রাধানগর গ্রামে ছয় বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সোহাগ একই গ্রামের মফি মিয়ার ছেলে।

[৩] নির্যাতিত শিশুর বাবা জানান, সোমবার বিকেলে তার মেয়ে রাধানগর বাজারের যায়। তারা বাজারের পাশে আরো কয়েকটি শিশুর সাথে খেলা করছিল। সেসময় বাজারের চায়ের দোকানদার সোহাগ তাকে মিষ্টি দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। এরপর তার দোকানের ভেতর নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। রক্তক্ষরণ শুরু হলে কাউকে কিছু না বলার কথা বলে তাকে ছেড়ে দেয়।

[৪] মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে। এসময় তার গোপানাঙ্গ থেকে রক্ত বের হচ্ছিল। ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে তিনি তা স্থানীয় চেয়ারম্যানকে জানান। এরপর চেয়ারম্যানকে সাথে নিয়ে থানায় যান এবং পরে মেয়েকে হাসপাতালে ভর্তি করেন।

[৫] যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, তারা শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। রিপোর্ট পেলে বলা সম্ভব হবে সে ধর্ষিত হয়েছে কি-না।

[৬] ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থানীয় চেয়ারম্যান নির্যাতিত শিশু ও তার বাবাকে থানায় নিয়ে এসে অভিযোগ দেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চা দোকানি সোহাগকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়