শরীফ শাওন: [২] বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ২ লাখ ৮ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী। এতে ছাত্র সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯২ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৫০২ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ২৩৩ জন।
[৩] সোমবার ঘোষিত ফলাফলে জানা যায়, এসকল শিক্ষার্থীর মধ্যে স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৫২ জন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৪৬৪ জন। মোট পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৮২.১০ শতাংশ এবং ছাত্রী ৫৭.২১ শতাংশ।
[৪] বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বলেন, কওমি মাদরাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজীর স্থাপন করেছে। এসকল শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ, তারাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের শান্তির বাণী তুলে ধরবে।
[৫] বোর্ডের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, সংশ্লিষ্টদের আন্তরিক সহায়তার ও অক্লান্ত শ্রমের বিনিময়ে শিক্ষার্থীরা যথাসময়ে ফলাফল পেয়েছে, এজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
[৬] বেফাক জানায়, পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ফলাফল সংক্রান্ত ওয়েব সাইটে পাওয়া যাবে। পরীক্ষাটি গত ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারাদেশে একযোগে ৪৮০টি পুরুষ ও ৭০৬টি মহিলা কেন্দ্রে মোট ৬টি স্তরে অনুষ্ঠিত হয়।