সুমাইয়া ঐশী: [৩] বিধানসভা নির্বাচনের আগেই মমতা জানিয়েছিলেন, রাজ্যের সব নাগরিক বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবেন। সোমবার মন্ত্রীসভার শপথের পর বৈঠক শেষে এ ঘোষণার পুনরাবৃত্তি করলেন মমতা। আনন্দবাজার
[৪] সকালে মন্ত্রীসভার নির্বাচন শেষে মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দোপাধ্যায়। এরপরই সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলোকে ১ কোটি ডোজ ভ্যাকসিন দেবো। রাজ্যের সকল নাগরিকই বিনামূল্যে টিকা পাবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু
[৫] তবে রাজ্যে করোনা ভ্যাকসিনের সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, কেন্দ্রীয় সরকার টিকা কিংবা অর্থ দিয়ে সাহায্য করছে না। ৩ কোটি টিকা চেয়ে হাতে পেয়েছি মাত্র ১ লাখ। ৩০ হাজার কোটি টাকা খরচ করেই সরকার ভ্যাকসিন দিতে পারে। তবে কেনও দিচ্ছে না তা আমার বোধগম্য নয়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল