শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৯:৪৫ রাত
আপডেট : ০৯ মে, ২০২১, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে বেওয়ারিশ হিসেবে তরুণীকে দাফন, গাজীপুর থেকে খুনি গ্রেপ্তার

সুজন কৈরী: [২] গাজীপুর থেকে অপহরণের পর চট্টগ্রামের পাহাড়তলীতে নিয়ে হত্যার পর অজ্ঞাত পরিচয়ে দাফন দেওয়া সেই তরুণীকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত পল্লব বর্মণকে (৩৪) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] রোববার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার চট্টগ্রাম বিভাগের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান জানান, গত ১ এপ্রিল চট্টগ্রামের পাহাড়তলির একটি বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার ২৬ দিন পর্যন্ত ওই তরুণীর কোনও পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে বেওয়ারিশ হিসেবে তরুণীর দাফন সম্পন্ন হয়।

[৪] তিনি বলেন, পরে একটি আলামতের সূত্র ধরে ওই তরুণীর বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশের কাছে থাকা মেয়ের পরনের কাপড় দেখে ২৬ এপ্রিল মরদেহ শনাক্ত করেন বাবা। পরে এ বিষয়ে পাহাড়তলি থানায় একটি হত্যা মামলা করা হয়। তরুণীর বাবার বক্তব্য অনুযায়ী, গত ১৮ জানুয়ারি দুপুর ১২টায় তার ২৮ বছর বয়সী মেয়েকে ওই এলাকার পল্লব বর্মণ নামের এক যুবক তাকে অপহরণ করে। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় এ নিয়ে একটি মামলাও দায়ের করেছেন।

[৫] হাবিবুর রহমান জানান, তদন্তের ধারাবাহিকতায় পল্লব বর্মণের অবস্থান শনাক্ত করে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে পল্লব জানিয়েছেন, পরকীয়ার জেরে ওই তরুণী পল্লবের সঙ্গে পালিয়ে যায়। ২ মার্চ তাদের মধ্যে ঝগড়াবিবাদ হলে বেলের শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে তরুণীকে হত্যা করে পল্লব বর্মন। এরপর টাকা পয়সা নিয়ে ঘরের বাইরে তালা দিয়ে সে পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়