রাহুল রাজ: [২] হঠাৎ স্থগিত আইপিএল যেন স্থগিত করে দিয়েছে কাটার মাস্টার মোস্তাফিজের কাটার, স্লোয়ার আর স্টোক বলের জাদুকেও। যা দেখার জন্য মরিয়া হয়ে থাকতো ক্রিকেট বিশ্ব। এবারের আইপিএলে সেই পুরনো ছন্দে দেখা গিয়েছিল মোস্তাফিজকে। তাইতো ফিজের বোলিং দেখার অপেক্ষায় থাকতেন ভক্তরা। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় কবে ফুরাবে অপেক্ষার পালা সেটা অনিশ্চিত। তবে স্থগিত হওয়ার আগ পর্যন্ত বল হাতে ভক্তদের কতটা খুশি করতে পেরেছেন মোস্তাফিজ সেদিকে নজর দেয়া যাক।
[৩] বলা হয় শেষ ভাল যার সব ভাল তার, আর মোস্তাফিজের এবারের আইপিএল স্থগিতের আগে শেষ ম্যাচটিতে যো পারফর্ম করেছেন সেটা শুধু সব ভাল নয় সেটাই সেরা। আর তাইতো আফসোসটাও বেশি। এবারের আইপিএলে নিজের সব শেষ ম্যাচটি মোস্তাফিজ খেলেছেন তার পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। যাদের হয়ে প্রথম আসরেই চমক দেখিয়ে জিতিয়ে ছিলেন ট্রফি। শেষ ম্যাচটি হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ২০ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেনন তিনটি উইকেট। যা ছিল তার আইপিএল ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং ফিগার।
[৪] এই সেরা বোলিংয়ের সাথে বোলারদের তালিকায় বেশ কয়েকটি দিক থেকে নিজেকে সেরা দশে প্রবেশ করিয়েছেন তিনি। আইপিএলের এবারের আসরে ডট বল দেওয়ার তালিকায় সেরা দশে নাম লিখিয়েছেন মােস্তাফিজুর রহমান । আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়েলসের হয়ে ৭ ম্যাচ খেলেছেন মােস্তাফিজুর রহমান। যেখানে মােট ২৭ ওভার বােলিং করেছেন। এই ২৭ ওভারের মধ্যে তিনি ডট বল দিয়েছেন ৬৩ টি ( ১০.৩ ওভার )। সে হিসেবে রাজস্থান বোলারদের মধ্যে সর্বোচ্চ আর পুরো আইপিএলে ১০ম সর্বোচ্চ ডট বল দিয়েছেন মোস্তাফিজ।
[৫] আবার এই ৭ ম্যাচে ৮.২৩ ইকোনমিক রেটে ৮ উইকেট লাভ করেছেন মুস্তাফিজ। যা এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের মধ্যে অষ্টম। আর রাজস্থান বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট।
[৬] উল্লেখ্য, এবারের আইপিএলে ডট বল দেওয়ার তালিকায় সবার উপরে রয়েছেন পাঞ্জাব কিংসের ফাস্ট বােলার মােহাম্মদ সামি (৭৬ ডট বল)। আর উইকেট শিকারে সবার উপরে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার হার্শাল প্যাটেল(১৭ উইকেট)। - ক্রিকইনফো