শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৯:০৩ সকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপন কুমার সিকদার: মমতাময়ী মায়ের স্মরণে

মা নিয়ে দুইজন প্রখ্যাত গীতিকারের দুইটি কালজয়ী গানের কলি- “এই দুনিয়ায় নয়ন মেলে, মাগো তোমায় দেখেছি তোমার বুকে হেসে খেলে, তোমার থাই শিখেছি”। - খান আতাউর রহমান “তার মায়ায় ভরা সজল দিঠি, সেকি কভু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে, সন্ধ্যা রাতের তারায়, সেই যে আমার মা, বিশ্ব ভুবন মাঝে তাহার নেইকো তুলনা”। - প্রনব রায়

আমাদের মমভাময়ী মা সুখ প্রভা সিকদার ২০১৮ সনের ৮-ই নভেম্বর বিকাল ২-৩০ ঘঃ শুভ দিনে ও শুভক্ষনে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। ঐ দিন ছিল পবিত্র বৃহস্পতি বার ও শুক্ল পক্ষের প্রতিপদ তিথি। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৯৫ বৎসর। উনার উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিস বা অন্য কোন ক্রনিক অসুখ ছিল না। তিনি ছিলেন বেশ সাদাসিদে, খুবই ধার্মিক মনের এবং সপ্তাহে দুই দিন (বৃহস্পতি ও রবি) উপোস করতেন। উনার চিন্তা-চেতনায় সবসময় ছিল স্রষ্টার প্রতি ঐকান্তিক বা অকৃত্রিম ভক্তি। উনি মনে প্রানে যা চাইতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে গেলে

বলতে হয় -
“ধায় যেন মোর সকল ভালবাসা
প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে”।
উনার অনেক গুনের মধ্যে বিশেষ গুন বা বৈশিষ্ট্য যেটা লক্ষ্য করেছি তা হলো উনি কখনও অর্ঘ্যের
উপকরন ছাড়া নিজের জন্যে কোন কিছুর প্রয়োজন বলেন নাই। উনি ছিলেন সর্বাবস্থায় সুখী মানুষ। বলা
যায় -
“ ঘুরে এলাম কত দেখে এলাম, অশান্ত মনে আমি ছুটে গেলাম!”
আমার মায়ের মতো কভু দেখিনি
সে যে আমার প্রিয় জননী, সে যে আমার সুখী জননী।– (গাজী মাজহারুল আনোয়ারের কালজয়ী গান
অনুসরনে)।
উনি যেন মনে করতেন –
“এই জ্যোতিঃসমুদ্র-মাঝে, যে শতদল পদ্ম রাজে
তারি মধু পান করেছি, ধন্য আমি তাই ” - রবীন্দ্রনাথ ঠাকুর । অতএব, উনার যেন আর কিছুর
প্রয়োজন নেই।
উনার একটাই চাওয়া ছিল - তা হলো সবার কল্যাণ। আমাদের সমাজে সবার কাছে উনি ছিলেন
গ্রহনযোগ্যা ও সম্মানিতা। উনার মুখ দেখলে হৃদয় কন্দরে ভিড় করতো সেই মূল্যবান কথাগুলো
–“জননী ও জন্মভূমি স্বর্গ হতে শ্রেষ্ট” বা “মায়ের পদতলে সন্তানের বেহেশত্”।
চক্ষু ছলছল করতো যখন ভাবতাম –
“তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি
সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি”। - খান আতাউর রহমান
নিজেকে হারিয়ে ফেলি যখন “মায়ের মত আপন কেহ নাইরে, মায়ের মত আপন কেহ নাই” কথাগুলো
মনের গহীনে নীরবে বাজতে থাকে।
মানুষ ভালবেসে উনাকে বলতেন, “সন্দেহ নেই যে আপনি স্বর্গে যাবেন”। একবার পিতৃব্য স্থানীয় এক
পড়শী বলেছিলেন, “তোমার মা অতি ভাগ্যবতী”। উত্তরে আমি বলেছিলাম, “ আমি মনে করি, আমি

ভাগ্যবান। কারন আমি নিরভিমানিনী, নির্লোভ, ধৈর্য্যশীলা অর্থাৎ একজন মহিয়সী মা পেয়েছিলাম”।
পৃথিবীর অমোঘ নিয়মে বা মহাডাকে সাড়া দিয়ে মা চলে গেছেন। কাব্য কথায় -
“জীবনেরে কে রাখিতে পারে।
আকাশের প্রতি-তারা ডাকিছে তাহারে।
তার নিমন্ত্রণ লোকে লোকে
নব নব পূর্বাচলে আলোকে আলোকে”। - রবীন্দ্রনাথ ঠাকুর

উনি যখন আমাদের ছেড়ে পরপারে চলে যান তখন ছিল হেমন্ত কাল। তাপমাত্রা ছিল নাতিশীতোঞ্চ। মাঠে ছিল সোনালী ধানের ঢেউ-নাচন। গাছপালায় সবুজের সমারোহ। বাতাসে ছিল পাকা সোনালী ধানের মিষ্টি গন্ধ। ‘দেশ মাতার মুক্তিকামী’ কৃষক তখন তাদের প্রিয় ফসল - ধান ঘরে তোলা, মহান নবান্ন
উৎসব উদযাপন, খেজুরের রসে রসনা তৃপ্ত করা কিম্বা পিঠা খাওয়ার মহোৎসবের জন্যে মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন। সব দিকে যেন মহা আনন্দের বন্যা - পরিপূ্র্ণতার ছাপ। আমাদের ধর্মীয় পন্ডিতগনের মতে কেবলমাত্র মহাত্মারা এবং অতি পূন্যবান ব্যক্তি এই সুন্দর সময়ে এবং এত সুন্দর ভাবে এই পৃথিবী থেকে বিদায় নেন। উনি বলতেন, “এই পৃথিবীতে চিরদিন কেঊ থাকে না। আমাকেও যেতে হবে”। মনে করতেন আত্মার বিনাশ নাই। অনেকটা এই ধরনের -
“কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি”- রবীন্দ্রনাথ ঠাকুর
আমি প্রায় প্রত্যেক দিন উনার স্বাস্থ্যের খোঁজ খবর নিতাম। হঠাৎ কানাডায় রাতে ফোন পেলাম উনি নেই। সাথে সাথে ওয়ান ওয়ে, ওয়ান ষ্টপ বিশেষ টিকেট জরুরীভাবে ক্রয় করে উনার সৎকার অনুষ্টানে উপস্থিত থাকার জন্যে পরের দিন রওনা দিই। বড় ছেলে হিসাবে সৎকার অনুষ্টানে আমার কর্তব্য বেশী। আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীগনকে টেলিফোনে ও এলাকায় মাইক যোগে প্রচারের মাধ্যমে সকলকে উনার মহাপ্রয়ানের বিষয়টি অবগত করানো হয়। সকল স্তরের লোকের উপস্থিতিতে উনার সৎকার অনুষ্টান হয় বাবার সমাধি মন্দিরের পাশে পারিবারিক শ্মশানে আমাদের নিজ গ্রামে। উনার মহাপ্রস্থানের পর উনার শ্রাদ্ধানুষ্টানে তথা শ্রদ্ধা জানানো ও শুভ কামনায় অনুষ্টানে সহৃদয় হয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চোধূরী, সম্মানিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএডিসির প্রাক্তন কয়েকজন কর্মকর্তাও সকল স্তরের লোক উপস্থিত ছিলেন। শ্রাদ্ধানুষ্টানের সময় আলাদাভাবে শ্রাদ্ধস্থান থেকে অনতিদুরে বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব দিয়ে পরিচালনার মাধ্যমে গীতা পাঠের আসর অনুষ্ঠিত হয় ও মার তীর্থ ভ্রমন সহ মার জীবনের বিবিধ গুরত্বপূর্ন ঘটনাবলীর উপর জীবন আলেখ্য (ভিডিও চিত্র) প্রদর্শন করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবিদ, রাজনীতিবদ ও ধর্মীয় ব্যক্তিত্ব সহ সকল স্তরের নাগরিক বৃন্দের উপস্থিতিতে নাগরিক শোক সভা অনুষ্টিত হয়। সকল মায়ের জয় হউক। ধন্যবাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়