শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ১০:৫৭ রাত
আপডেট : ০৮ মে, ২০২১, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যা ৭টার পর কিশোর-কিশোরীরা বাইরে থাকলে ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট: কোভিড-১৯ সংক্রমণরোধে আসন্ন ঈদে কাপাসিয়া উপজেলার সকল বাজার ও শপিংমলে কেনাকাটার জন্য অল্প বয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের না নেয়ার জন্য শনিবার দুপুরে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে কাপাসিয়ার সকল বাজার ও শপিংমলে অল্পবয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের না নেয়ার অনুরোধ জানানোর পাশাপাশি স্কুল-কলেজগামী কিশোর-কিশোরীদের সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

কাপাসিয়ার ইউএনও মোসা. ইসমত আরা জানান, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে কাপাসিয়া উপজেলার সকল বাজারে শপিংমলে ঈদের কেনাকাটার সময় অল্পবয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে করে বড়দের সঙ্গে শিশুদেরও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে করোনা সংক্রমণরোধ কল্পে সতর্কতার জন্য গত বুধবার বিকেলে কাপাসিয়া বাজার কমবয়সী শিশুদের সঙ্গে নিয়ে কেনাকাটার জন্য গেলে ভ্রামমাণ আদালতের মাধ্যমে ১২ জন বাবা-মা-অভিভাবককে পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা করেন ইউএনও মোসা. ইসমত আরা। ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়