শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ১০:৫৭ রাত
আপডেট : ০৮ মে, ২০২১, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যা ৭টার পর কিশোর-কিশোরীরা বাইরে থাকলে ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট: কোভিড-১৯ সংক্রমণরোধে আসন্ন ঈদে কাপাসিয়া উপজেলার সকল বাজার ও শপিংমলে কেনাকাটার জন্য অল্প বয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের না নেয়ার জন্য শনিবার দুপুরে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে কাপাসিয়ার সকল বাজার ও শপিংমলে অল্পবয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের না নেয়ার অনুরোধ জানানোর পাশাপাশি স্কুল-কলেজগামী কিশোর-কিশোরীদের সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

কাপাসিয়ার ইউএনও মোসা. ইসমত আরা জানান, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে কাপাসিয়া উপজেলার সকল বাজারে শপিংমলে ঈদের কেনাকাটার সময় অল্পবয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে করে বড়দের সঙ্গে শিশুদেরও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে করোনা সংক্রমণরোধ কল্পে সতর্কতার জন্য গত বুধবার বিকেলে কাপাসিয়া বাজার কমবয়সী শিশুদের সঙ্গে নিয়ে কেনাকাটার জন্য গেলে ভ্রামমাণ আদালতের মাধ্যমে ১২ জন বাবা-মা-অভিভাবককে পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা করেন ইউএনও মোসা. ইসমত আরা। ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়