আব্দুম মুনিব: [২] আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার নিয়োজিত চিকিৎসক টিমের সিদ্ধান্তের প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। তার নির্ধারিত চিকিৎসক ব্যতীত অন্য কারও মতামত গ্রহণের প্রশ্নই আসে না।
[৩] এই করোনা সংকটের মধ্যে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সেবা নেয়ার সুযোগ নেই। আর তার সেই শারিরিক শক্তিও নেই। শনিবার সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ‘ডাঃ এস এম নুরুদ্দীন আল বাকি রুমী’ নতুন ক্লিনিক্যাল কক্ষের উদ্বোধন করার পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
[৪] হানিফ বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ডাঃ জাফরউল্লাহকে নিয়োগ দেয়া হয়েছে কিনা জানা নেই। তাই তার মতামত প্রদান, গ্রহণ অনাকাংক্ষিত, অনভিপ্রেত। খালেদা জিয়ার নিযুক্ত চিকিৎসকদের মতামতের প্রতি সরকার গুরুত্ব দিচ্ছে। অন্য কারোর নয়।
[৫] তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করা হচ্ছে এমন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আমরা লক্ষ্য করছি খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিএনপি নেতা-কর্মীরা যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি উদ্বিগ্ন রাজনীতি নিয়ে। তিনি বলেন, এই মুহূর্তে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে তাকে বিদেশে নেয়ার মত কোন অবস্থা নেই। বরং এখানেই তার ভালো চিকিৎসা হওয়ার যথেষ্ট ব্যবস্থা রয়েছে।
[৬] এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডাঃ এস এম মুসতানজিদ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ। সম্পাদনা: সাদেক আলী