শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৫:৩২ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিনিসার হিসাবে ইমরুলকে একাদশে চান অধিনায়ক তামিম

রাহুল রাজ: [২] দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে জায়গা হয়েছে ইমরুল কায়েসের। ইমরুল কায়েস যতবার দল থেকে বাদ পড়েছেন ততবার নিজেকে নতুন রূপে ফিরেছেন। তবে এবারের ফেরাটা একটু অন্যরকম, কারণ অধিনায়ক তামিম ইকবালের চাওয়াতেই জাতীয় দলে জায়গা হয়েছে এই ব্যাটসম্যানের।

[৩] ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফরে খুব একটা ভাল করতে পারেনি তামিম ইকবালের দল। বিশেষ করে মিডল অর্ডারে পাঁচ নাম্বারে মোহাম্মদ মিঠুন আস্থার খুব একটা প্রতিদান দিতে পারেনি। তাইতো ওপেনার ব্যাটসম্যান হলেও এবার ইমরুল কায়েসকে পাঁচ নাম্বারে খেলানোর পরিকল্পনা নিয়ে দলে ফিরিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম।

[৪] এ বিষয়ে ইমরুল কায়েস বলেন, তামিম আমার সাথে কথা বলেছিল, আমাকে ও আশ্বস্ত করেছিল। আমাকে মেন্টালি প্রস্তুত থাকতে ও প্রাকটিস করতে বলেছিল শ্রীলঙ্কা যাওয়ার আগেই।

[৫] পাঁচ নাম্বার ব্যাট করা নিয়ে ইমরুল বলেন, তামিমের সাথে এখনো সরাসরি কথা হয়নি, আশাকরি খুব দ্রুতই দেখা হবে আমাদের তখন ওর চাওয়াটা আরো ভালভাবে বুঝতে পারবো। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।

[৬] এর আগে দুইবার ৬ নাম্বারে ব্যাট করে ইমরুলের ব্যাটিং গড় ৮১। তাইতো ইমরুল নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছেন দলের প্রয়োজনে যেকোন পজিশনে খেলার।

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ দল:-
তামিম ইকবাল খান, মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়