মানিকগঞ্জ প্রতিনিধি: [২] করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিআইডব্লিউটিসি ভোর ৬ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট এলাকায় সকাল থেকেই হাজারও ঘরমুখো যাত্রী জড়ো হতে থাকে। ফেরি বন্ধ থাকার বিষয়টি না জানার কারণে ঘাটে এসে বিপাকে পড়েছেন এসব যাত্রী ও যানবাহন চালকরা। তবে সিমিত পরিসরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করছে কর্তৃপক্ষ।
[৩] শনিবার(৮ মে) দুপুর সাড়ে ৩ টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ঘাট এলাকায় আগত যাত্রীদের কিছুটা চাপ রয়েছে এবং ব্যক্তিগত ছোট গাড়ির দীর্ঘ সারি ঘাট পারের অপেক্ষায় রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে ঘাট কর্তৃপক্ষ এ নৌপথে সিমিত পরিসরে ফেরি সার্ভিস চালু রেখেছে। স্বজনদের সাথে ঈদ করতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অপেক্ষা করে ঘাটে আসছেন ঘরমুখো যাত্রীরা। ঘাট এলাকায় আগত যাত্রীরা মাস্ক ব্যবহার করলেও সামাজিক দুরত্ব কোনো বালাই ছিল না। ফলে ঘাট এলাকায় অপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।
[৪] হাসেম নামে মাগুড়াগামী যাত্রী বলেন, প্রায় বছর খানেক পরে গ্রামের বাড়ি যাচ্ছি। বাবা-মায়ের সাথে ঈদ করতেই ভোগান্তি আর করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই যাচ্ছি।
[৫] ব্যক্তিগত ছোট গাড়িতে করে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন বুরহান খান। তিনি বলেন, গ্রামের বাড়িতে বাবা-মা থাকেন। বছরের দুি থেকে তিন বার যাওয়া হয়। এ জন্য ভোগান্তির বিষয়টি মাথায় রেখেই রওনা হয়েছি।
[৬] বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মোঃ জিল্লুর রহমান বলেন, বিআইডব্লিউটিসির উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে ঘাট এলাকায় যাত্রীরা জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে তাপদাহ বেড়ে যায়।
[৭] ফলে নারী যাত্রী ও শিশুদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে উদ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নৌপথে সিমিত পরিসরে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছোট গাড়ি ও ট্রাক মিলে শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষমাণ রয়েছে। লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সিমিত পরিসরে তিন থেকে চারটি ফেরি দিয়ে এসব যানবানহন ও যাত্রী পারাপার শুরু করা হয়েছে বলে জানান তিনি।