শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় বিজিবির সপ্তাহব্যাপী অভিযানে মাদকদ্রব্যসহ কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সোহেল রানা:[২] সপ্তাহব্যাপী সীমান্ত অভিযানে মাদকদ্রব্যসহ কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬- বিজিবি।গত ২রা মে থেকে আজ ৮ মে শনিবার পর্যন্ত চলে ওই অভিযান।

[৩] শনিবার দুপুরে এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬- বিজিবি জানায়,৬ বিজিবি'র পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় সপ্তাহব্যাপী ব্যাটালিয়ন সদরসহ অধিনস্থ মুন্সিপুর, সুলতানপুর, দর্শনা, ঠাকুরপুর, ফুলবাড়ী, বড়বলদিয়া এবং বারাদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোদী অভিযান পরিচালনা করেন।

[৪] অভিযানকালে ভারতীয় ১০৮৯ বোতল ফেন্সিডিল, ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৬২ বোতল মদ, ১৬০ কেজি চুল, ০১ টি মোটরসাইকেল, ৬৫ কেজি ৫০০ গ্রাম বাংলাদেশী সীসা এবং ৪১৪ টি পালস্ অক্সিমিটার আটক করতে সক্ষম হয়েছে, যার সর্বমোট সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৯৭০ টাকা বলে জানায় বিজিবি।

[৫] এ ছাড়াও আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে এবং আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও আটককৃত মালিকসহ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য দর্শনা থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে ওই প্রেস বার্তায়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়