শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় বিজিবির সপ্তাহব্যাপী অভিযানে মাদকদ্রব্যসহ কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সোহেল রানা:[২] সপ্তাহব্যাপী সীমান্ত অভিযানে মাদকদ্রব্যসহ কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬- বিজিবি।গত ২রা মে থেকে আজ ৮ মে শনিবার পর্যন্ত চলে ওই অভিযান।

[৩] শনিবার দুপুরে এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬- বিজিবি জানায়,৬ বিজিবি'র পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় সপ্তাহব্যাপী ব্যাটালিয়ন সদরসহ অধিনস্থ মুন্সিপুর, সুলতানপুর, দর্শনা, ঠাকুরপুর, ফুলবাড়ী, বড়বলদিয়া এবং বারাদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোদী অভিযান পরিচালনা করেন।

[৪] অভিযানকালে ভারতীয় ১০৮৯ বোতল ফেন্সিডিল, ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৬২ বোতল মদ, ১৬০ কেজি চুল, ০১ টি মোটরসাইকেল, ৬৫ কেজি ৫০০ গ্রাম বাংলাদেশী সীসা এবং ৪১৪ টি পালস্ অক্সিমিটার আটক করতে সক্ষম হয়েছে, যার সর্বমোট সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৯৭০ টাকা বলে জানায় বিজিবি।

[৫] এ ছাড়াও আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে এবং আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও আটককৃত মালিকসহ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য দর্শনা থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে ওই প্রেস বার্তায়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়