শরীফ শাওন: [২] সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আক্রান্তদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আক্রান্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১ হাজার ৪৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬১ জন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১ হাজার ১৫৭ জন আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন।
[৩] শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র মতে, করোনায় মার্চ মাস থেকে এপ্রিলে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৬২ জন, মৃত্যু বেড়েছে ৭ জন। মার্চে আক্রান্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ছিল ২ হাজার ৪৩৮ জন, যার মধ্যে মারা যান ৮৩ জন।
[৪] শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৯টি আঞ্চলিক অফিসের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে ঢাকা বিভাগ, ৫ জন মারা গিয়েছেন, আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। কুমিল্লায় আক্রান্ত ১০৯ ও মৃত্যু ৫, বরিশালে আক্রান্ত ২০১ ও মৃত্যু ৩, ময়মনসিংহে আক্রান্ত ৭৫ ও মৃত্যু ৩, চট্টগ্রামে আক্রান্ত ৮৫ ও মৃত্যু ৫, রাজশাহীতে আক্রান্ত ৬৬ ও মৃত্যু ৭, সিলেটে আক্রান্ত ১০৪ ও মৃত্যু, রংপুরে আক্রান্ত ১৩৭ জন ও মৃত্যু ৭ এবং খুলনায় মোট আক্রান্ত হয়েছেন ১৬৮ জন ও মারা গেছেন ১২ জন।
[৫] করোনায় মৃতদের মধ্যে পাঁচজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাও রয়েছেন।
[৬] এপ্রিলে মৃত ব্যক্তিদের মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষক ২৩ জন, কর্মকর্তা ৩ জন ও কর্মচারী একজন। এ সময়ে মোট ৯১৫ জন শিক্ষক, ১৪৯ জন কর্মকর্তা, ৬৮ জন কর্মচারী ও ২৫ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন।
[৭] মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, খুলনায় ৮ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ১ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন ও রংপুরে ২ জন রয়েছেন। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক-কর্মচারী করোনায় মারা যাননি।