শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৮:৩০ রাত
আপডেট : ০৮ মে, ২০২১, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এপ্রিলেই করোনা আক্রান্ত হয়েছেন ২৬০০ শিক্ষক-কর্মচারী, মৃত্যু ৮৮

শরীফ শাওন: [২] সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আক্রান্তদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আক্রান্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১ হাজার ৪৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬১ জন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১ হাজার ১৫৭ জন আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন।

[৩] শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র মতে, করোনায় মার্চ মাস থেকে এপ্রিলে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৬২ জন, মৃত্যু বেড়েছে ৭ জন। মার্চে আক্রান্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ছিল ২ হাজার ৪৩৮ জন, যার মধ্যে মারা যান ৮৩ জন।

[৪] শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৯টি আঞ্চলিক অফিসের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে ঢাকা বিভাগ, ৫ জন মারা গিয়েছেন, আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। কুমিল্লায় আক্রান্ত ১০৯ ও মৃত্যু ৫, বরিশালে আক্রান্ত ২০১ ও মৃত্যু ৩, ময়মনসিংহে আক্রান্ত ৭৫ ও মৃত্যু ৩, চট্টগ্রামে আক্রান্ত ৮৫ ও মৃত্যু ৫, রাজশাহীতে আক্রান্ত ৬৬ ও মৃত্যু ৭, সিলেটে আক্রান্ত ১০৪ ও মৃত্যু, রংপুরে আক্রান্ত ১৩৭ জন ও মৃত্যু ৭ এবং খুলনায় মোট আক্রান্ত হয়েছেন ১৬৮ জন ও মারা গেছেন ১২ জন।

[৫] করোনায় মৃতদের মধ্যে পাঁচজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাও রয়েছেন।

[৬] এপ্রিলে মৃত ব্যক্তিদের মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষক ২৩ জন, কর্মকর্তা ৩ জন ও কর্মচারী একজন।  এ সময়ে মোট ৯১৫ জন শিক্ষক, ১৪৯ জন কর্মকর্তা,  ৬৮ জন কর্মচারী ও ২৫ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন।

[৭] মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, খুলনায় ৮ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ১ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন ও রংপুরে ২ জন রয়েছেন। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক-কর্মচারী করোনায় মারা যাননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়