শিরোনাম
◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও)

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডি ভিলিয়ার্সকে নিয়েই দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল হবে: স্মিথ

রাহুল রাজ: [২] জাতীয় দল থেকে অবসর নিলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দুর্দান্ত সব ইনিংস খেলে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রোটিয়া সুপারস্টার এবি ডি ভিলিয়ার্স। এদিকে সামনেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই ডি ভিলিয়ার্সকে চাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা !

[৩] হ্যাঁ, সবকিছু স্বাভাবিক নিয়মে চললে ডি ভিলিয়ার্সকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে। তবে প্রোটিয়া টিম ম্যানেজম্যান্টের ভাবনাটা ভিন্ন। ডি ভিলিয়ার্সকে যে অবসর ভাঙিয়ে ফেরাতে চান তারা। খুশির খবর হলো, বর্ষীয়ান এই ব্যাটসম্যান নিজেও রাজি তাতে।

[৪] ২০১৮ সালের মার্চে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সর্বশেষ প্রোটিয়া জার্সিতে দেখা গিয়েছিল ডি ভিলিয়ার্সকে। এরপরের মাসেই মাত্র ৩৪ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়ে দেন মিস্টার ৩৬০।

[৫] তবে দক্ষিণ আফ্রিকা দলের ভঙ্গুর অবস্থা আর আইপিএলে রীতিমত দাপিয়ে বেড়ানো পারফর্মেন্সের কারনে এক প্রকার আফসোসই বাড়িয়েছেন প্রোটিয়া সমর্থকদের।

[৬] তাইতো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ভাবনা চিন্তায় এবি। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে আফ্রিকা। আর সেখানে দুটি টেস্ট আর পাঁচটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা। এই সফরেই টি-টোয়েন্টি দলে ডি ভিলিয়ার্সকে দেখা যেতে পারে, এমনটাই ইঙ্গিত দিলেন সাবেক বাহাতি এই ওপেনার।

[৭]এর আগে দক্ষিণ আফ্রিকার হেড কোচ মার্ক বাউচারও টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি ডি ভিলিয়ার্সও আইপিএলের এক ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছিলেন, সুযোগ থাকলে দলে ফিরতে তার আপত্তি নেই।

উল্লেখ্য, ভারতে অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই তার আগে একবার পরখ করে দেখতে চাইবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড!- ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়