সালেহ্ বিপ্লব: [২] হঠাৎ করেই টিকার যে সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব সোর্স ব্যবহার করে টিকা আনা হবে, এমনই জানিয়েছেন সরকারের সিনিয়র মন্ত্রী ও কর্মকর্তারা।
[৩] এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, যতো টাকা লাগুক, টিকার ব্যবস্থা করা হবে।
[৪] সরকারি সূত্র জানাচ্ছে, এই প্রেক্ষাপটে দেশেই টিকা উৎপাদনের নীতিগত সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায়ের নীতিগত অনুমোদন পেয়েছে।
[৫] দেশের তিনটি কোম্পানি শুরু থেকেই জানান দিয়েছে, তাদের টিকা উৎপাদনের সক্ষমতা আছে। কোম্পানিগুলো হলো ইনসেপটা ফার্মাসিউটিক্যালষস লিমিটেড, পপুলার ফার্মাসিউটিক্যালস ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস।
[৬] সরকারের কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি এই তিন কোম্পানির সক্ষমতা যাচাই করে দেখার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূ্ত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে আজই ঘোষণা আসতে পারে।