শিমুল মাহমুদ: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের যে নির্বাহী আদেশে তিনি মুক্ত হয়েছেন, তাতে তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
[৩] ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে। বুধবার রাত আটটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর ধানমন্ডির বাসায় যান বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার । তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদনটি পৌঁছে দেন।
[৪] মন্ত্রী এই আবেদনের প্রেক্ষিতে আরও বলেন, শামীম ইস্কান্দারের আবেদনটি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে, সিদ্ধান্ত আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব