শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে অপহৃত উদ্ধারসহ অপহরণকারী গ্রেপ্তার

সুজন কৈরী : ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে চোখ ও হাত বাঁধা অবস্থায় অপহৃত মোহাম্মদ হোসেনকে (৪৩) উদ্ধার করেছে র‌্যাব-১০। এ সময় অপহরনকারী রাজিব শেখকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি লোহার রড, ১টি বড় চাকু, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি কালো কাপড়, ১টি পাটের রশি, ১টি মলমের কৌটা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, গত ৩ মে সন্ধ্যায় আত্মীয়র বাসা থেকে নিজ বাসায় ফেরার জন্য একটি সিএনজিতে চড়েন মোহাম্মদ হোসেন। সিএনজিটি হাসনাবাদ এলাকায় পৌঁছানোর পর যাত্রী বেশে থাকা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে মোহাম্মদ হোসেনকে আটকে রাখে এবং মারপিট করতে থাকে। এ সময় তার চোখে বিশেষ ধরনের মলম প্রয়োগ করে চোখ কাল কাপড় দিয়ে বেঁধে নির্যাতন করে ও পরিবারের লোকদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভিক্টিমের মেয়ে এবং ছোট ভাই র‌্যাব-১০ এর কাছে সহায়তা চান। এরপর ব্যাটালিয়নের একটি দল কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকায় শাসরুদ্ধকর অভিযান চালিয়ে ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। সেই সঙ্গে অপহরনের মূলহোতা রাজিবকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়