শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে অপহৃত উদ্ধারসহ অপহরণকারী গ্রেপ্তার

সুজন কৈরী : ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে চোখ ও হাত বাঁধা অবস্থায় অপহৃত মোহাম্মদ হোসেনকে (৪৩) উদ্ধার করেছে র‌্যাব-১০। এ সময় অপহরনকারী রাজিব শেখকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি লোহার রড, ১টি বড় চাকু, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি কালো কাপড়, ১টি পাটের রশি, ১টি মলমের কৌটা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, গত ৩ মে সন্ধ্যায় আত্মীয়র বাসা থেকে নিজ বাসায় ফেরার জন্য একটি সিএনজিতে চড়েন মোহাম্মদ হোসেন। সিএনজিটি হাসনাবাদ এলাকায় পৌঁছানোর পর যাত্রী বেশে থাকা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে মোহাম্মদ হোসেনকে আটকে রাখে এবং মারপিট করতে থাকে। এ সময় তার চোখে বিশেষ ধরনের মলম প্রয়োগ করে চোখ কাল কাপড় দিয়ে বেঁধে নির্যাতন করে ও পরিবারের লোকদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভিক্টিমের মেয়ে এবং ছোট ভাই র‌্যাব-১০ এর কাছে সহায়তা চান। এরপর ব্যাটালিয়নের একটি দল কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকায় শাসরুদ্ধকর অভিযান চালিয়ে ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। সেই সঙ্গে অপহরনের মূলহোতা রাজিবকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়