শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলবার পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন

শাহীন খন্দকার: [২] বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে এখন পর্যন্ত দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩১ লাখ ৬ হাজার ৭০৯। এর মধ্যে পুরুষ ২০ লাখ ৮ হাজার ৭৬১ জন আর নারী ১০ লাখ ৯৭ হাজার ৯৪৮ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

[৩] বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৩ হাজার ৫৪০ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৫২ হাজার ৪৪৭ এবং নারী ৩১ হাজার ৯৩ জন।

[৪] এ পর্যন্ত ঢাকা মহানগরীতে ৫ লাখ ১৮ হাজার ৪৭২ জন, এর মধ্যে পুরুষ ৩ লাখ ৪০,৪৩৯ জন আর নারী ১ লাখ ৭৮ হাজার ৩৩ জন টিকা গ্রহণ করেছেন। ঢাকা মহানগরীতে প্রথম ডোজ নিয়েছেন ৯ লাখ ২০ হাজার দুজন পুরুষ নিয়েছে ৫ লাখ ৮৭৮০৪আর নারী ৩ লাখ ৩২১৯৮ জন।
মঙ্গলবার পর্যন্ত সারাদেশে সব মিলিয়ে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। এরমধ্যে পুরুষ টিকা গ্রহণ করেছে ৩৬ লাখ ৮ হাজার ৮৩৪ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯২৩।

[৫] এপর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐদিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়