শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩০ বিলিয়ন ডলারের ডিভোর্স আমাদের পরিবারের জন্যে চ্যালেঞ্জ: বিল কন্যা জেনিফার (ভিডিও)

রাশিদ রিয়াজ : ২৭ বছর সংসার করার পর মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিয়ে ভেঙ্গে গেছে অপ্রতিরোধ্যভাবে। এবং তাদের কন্যা জেনিফার বলেছেন বাবা ও মায়ের এ ডিভোর্স তাদের পরিবারকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ৬৫ বছরের বিল গেটস ও ৫৬ বছরের মেলিন্ডার দাম্পত্য জীবনে এর আগে কখনো তেমন ভাঙ্গনের সুর শোনা যায়নি। দাতব্য কাজে দুজন বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন অকাতরে। ১৯৯৪ সালে তারা বিয়ের আগে একই সঙ্গে দুজনে কাজ করেছেন। দুই কন্যা ও এক পুত্র সন্তান নিয়ে সাজানো গোছানো তাদের দাম্পত্য জীবনে এ ভাঙ্গন বিনা মেঘে বজ্রপাতের মতই। তিনটি সন্তানকে গড়ে তোলার পাশাপাশি বিল ও মেলিন্ডা দুজনে ১৩০ বিলিয়ন ডলারের সম্পদ অর্জন করেছেন। ডেইলি মেইল

মার্কিন এ ধনকুবের জুটি টুইটারে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে লেখেন, ‘আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তাভাবনা এবং প্রচুর পরিশ্রমের পরে, আমরা বিবাহবিচ্ছেদের এ সিদ্ধান্ত নিয়েছি। দম্পতি হিসেবে একসঙ্গে আরও বহুদূর যাওয়ার ব্যাপারে আমরা আর আস্থা রাখতে পারছি না।’ তবে একসঙ্গে জনহিতকর কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। তাদের ২৫ বছরের কন্যা জেনিফার ইনস্টাগ্রামে জানান, এ বিয়ে বিচ্ছেদ পরিবারটিকে কঠিন সময়ের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। যে বছর মেলিন্ডার সঙ্গে বিলের পরিচয় হয় সেই ১৯৮৭ সালেই ৩১ বছর বয়সে বিল যুক্তরাষ্ট্রে সবচেয়ে তরুণ বিলিওনিয়ার হিসেবে আত্মপ্রকাশ করেন। বিশে^র সবচেয়ে বৃহত্তম দাতব্য প্রতিষ্ঠান গড়েছেন এই দম্পতি যা শুধু পোলিও ও ম্যালেরিয়া দূর করতে ইতিমধ্যে ৫০ বিলিয়ন ডলার খরচ করেছে। করোনাভাইরাস মোকাবেলায় তারা প্রধান অর্থ সহায়তাকারী।

বিত্ত বৈভবের কথা ধরলে যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্যে ছড়িয়ে আছে তাদের সম্পদ। ব্যক্তিগত বিমান, চমকে দেওয়ার মত ব্যক্তিগত শিল্পকর্ম সংগ্রহশালা, বিলাসবহুল গাড়ি বহর সবকিছুই ছিল পরিবারটিতে। তারপরও বিল ও মেলিন্ডা বিয়ে বিচ্ছেদ ঘটালেন। তাদের মেয়ে জেনিফার বলেছেন, আমাদের পরিবারের এ চরম সময়ে আবেগের পাশাপাশি পরিবারের সদস্যদের কীভাবে সর্বোত্তমভাবে সাহায্য করব তা শিখছি এবং এটি করতে পেরে আমি কৃতজ্ঞ। মেলিন্ডা নিজেও বলেছেন গত ২৭টি বছর তারা বিশে^র মানুষ যাতে আরো স্বাস্থ্যকর ও সুখী জীবনযাপন করতে পারে সেজন্যে কাজ করেছেন যা অব্যাহত থাকবে। কিন্তু এখন আমরা আমাদের নতুন জীবন শুরু করছি এবং এরজন্যে সবার কাছে গোপনীয়তা কামনা করছি।

ডিভোর্স হওয়ার দুই সপ্তাহ আগে এ দম্পতি এক ভার্চুয়াল বৈঠকে কোভিড মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। এখন পর্যন্ত তাদের বিয়ে বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও কিছুদিন আগে মেলিন্ডা বলেছিলেন তার স্বামী কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য আনতে সংকটের মধ্যে পড়েছেন। ওয়াশিংটনের সুপিরিয়র কোর্টে মেলিন্ডা বিয়ে বিচ্ছেদের আবেদন করেন গত সোমবার। তবে আদালতে সম্পদের ভাগাভাগিতে না যেয়ে এই দম্পতি নিজেদের মধ্যে এক বোঝাপড়া করতে সমর্থ হয়েছেন। তবে এ ডিভোর্স ধনীদের শীর্ষ তালিকার চতুর্থতম স্থান থেকে বিল গেটসকে ১৭তম স্থানে নিয়ে যেতে পারে। ফোর্বসের হিসেবে বিলের বর্তমান সম্পদের পরিমান হচ্ছে ১২৪ বিলিয়ন ডলার।

https://videos.dailymail.co.uk/video/mol/2021/05/03/7599689782325850399/960x540_MP4_7599689782325850399.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়