শিরোনাম
◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচন উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর ◈ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না: ইসি

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০১:৩১ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেরাম ইন্সটিটিউট এবার যুক্তরাজ্যে টিকা বানাবে

আসিফুজ্জামান পৃথিল: [২]দেশটিতে চিকিৎসা গবেষণায় বিনিয়োগ করা হবে ৩৩.৪ কোটি ডলার। [৩] ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দিয়েছেন। ডাউনিং স্ট্রিট থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ২৪ কোটি পাউন্ড মূল্যের এই প্রকল্পে যুক্তরাজ্যে টিকা তৈরির জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা এবং টিকা আরও উন্নত করতে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দ্য হিন্দু

[৪] মঙ্গলবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোনির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে হওয়ার কথা ছিলো বরিসের। তার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ভারতীয় উদ্যোগতা আদরের যুক্তরাজ্যে টিকা তৈরি করার এই উদ্যোগ আসলে ভারতের সঙ্গে দেশটির বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তিরই অংশ। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ভারতের বাজারে নজর ছিল লন্ডনের। এনডিটিভি

[৫] ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আদরের এই বিনিয়োগ ভারতের সঙ্গে হওয়া তাদের ১০০ কোটি ডলারের চুক্তিরই একটি অংশ, যা দু’দেশেই প্রচুর কাজের সুযোগ তৈরি করবে। টিকা তৈরির সংখ্যার বিচারে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি টিকা তৈরি করছে পুনের সেরাম ইনস্টিটিউট। এ ছাড়া কম দামে টিকা তৈরির ব্যাপারেও বিশ্বের অন্য টিকা উৎপাদনকারী সংস্থাগুলির থেকে এগিয়ে সেরাম।

[৬] বাংলাদেশের সঙ্গে ৩ কোটি চুক্তি সরবরাহের টিকা ছিলো সেরামের। এতোদিনে দেড় থেকে ২ কোটি টিকা চলে আসার কথা থাকলেও এসেছে মাত্র ৭০ লাখের মতো। ভারতেও তারা ঠিকমতো সরবরাহ করতে পারছে না। সম্প্রতি আদর পুনাওয়ালা ভারত থেকে লন্ডনে চলে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়